• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তের ওপারে তিনদিন ধরে চলছে গোলাগুলি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
সীমান্তের ওপারে তিনদিন ধরে চলছে গোলাগুলি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মিয়ানমার সীমান্তের ওপারে টানা তিনদিন ধরে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবার (১০ জানুয়ারি) সকালেও নতুন করে গুলির শব্দ শোনা গেছে, যা সীমান্তের এপারে বসবাসরত মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, রাখাইন রাজ্যের একাধিক শহর, গ্রাম ও সীমান্ত চৌকি জান্তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এসব এলাকার বড় অংশ বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে, ফলে সেখানে সরকারি বাহিনীর উপস্থিতি দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে রাখাইন সীমান্তজুড়ে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ত্রিমুখী সংঘাত চলমান রয়েছে।
এই সংঘাতের প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দে নাফ নদী ও আশপাশের এলাকায় বসবাসকারী মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক জেলে পরিবার নদী ও চিংড়ি ঘেরে যেতে পারছে না, কেউ কেউ ঘর ছাড়ার কথাও ভাবছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।