• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ১৯:৩২ অপরাহ্ণ
শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেটে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এর আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর ও ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনার আহ্বান জানিয়ে ইসি জানিয়েছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।