• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে মিরপুর ও রামপুরার শিশুরা

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৪, ২০২১, ০৩:১৭ পূর্বাহ্ণ
ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে মিরপুর ও রামপুরার শিশুরা

জুলাই মাসেই সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ২২৮৬

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

এবার ডেঙ্গুতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শিশুদের মধ্যে এ আক্রান্তের সংখ্যা বেশি। তবে একক এলাকা হিসেবে মিরপুর ও রামপুরায় শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত বেশি হচ্ছে।

গত জুলাই মাসে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

ঢাকা শিশু হাসপাতালে গত মাসে ডেঙ্গু আক্রান্ত ১০৪টি শিশু ভর্তি হয়। এদের মধ্যে চারটি শিশুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন ৩৮টি শিশু। এর মধ্যে ৬টি শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

জুলাই পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১২৩টি শিশুর মধ্যে ১১৩টিই ঢাকা জেলার। বরগুনা ও চাঁদপুরের ২টি করে শিশু, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, যশোর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুরের একটি করে শিশু এই হাসপাতালে ভর্তি ছিল। এই শিশুদের মধ্যে ছেলে ৬৭টি আর মেয়ে ৫৬টি।

হাসপাতালে ভর্তি শিশুদের ৫০ দশমিক ৪১ শতাংশই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার। ৪১ দশমিক ৪৬ শতাংশ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। আর বাকিরা ঢাকার বাইরের।