নাম ফলক নয় বরিশালবাসীর হৃদয় স্থান করে নিতে চাই: জেলা প্রশাসক
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১, ০০:০৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার ॥
নাম ফলক নয় বরিশালবাসীর হৃদয়ে স্থান করে নিতে চাই” এমন প্রত্যাশার মধ্যে দিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলা ভবনের বঙ্গবন্ধু কর্ণার ও নির্বাহী অফিসারের অফিস কক্ষ আধুনিক সজ্জাকরণের শুভ উদ্বোধন করলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের নতুন ভবনে নির্বাহী কর্মকর্তার এ আধুনিক সজ্জাকরণ অফিস কক্ষ উদ্বোধন করা হয়।
এ সময় তিনি ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লক-ডাউনে করণীয় বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের পরামর্শ ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিন, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, সমাজসেবা অফিসার পার্থ স্বারর্থী দেউরী, ওসি (তদন্ত) মোঃ জাফর আহমেদ প্রমুখ।