দখিনের সময় ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গত ৮ ডিসেম্বর রাত ২টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে হামলার শিকার হন তারা। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিস্তারিত জানান এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
হাসনাত আবদুল্লাহ জানান, মেঘনা ব্রিজ পার হওয়ার পর একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরের ওপর হামলা চালায়। হামলাকারীরা সমন্বয়কদের ব্যাগ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং কিছু সদস্য আহত হন। হামলার প্রকৃত কারণ এখনও অজানা, তবে বিষয়টি তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
এটি নতুন কোনো ঘটনা নয়, এর আগে গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সমন্বয়ককে ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছিল, এবং পরবর্তীতে ২৮ নভেম্বর আবারো হাসনাত আবদুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছিল।
Post Views:
০