Home মতামত বিএনপির কৌশলী সিদ্ধান্ত

বিএনপির কৌশলী সিদ্ধান্ত

সংসদ নির্বাচন কবে? এটি টক অব কান্ট্রিতে পরিণত হয়েছে। এদিকে রাজনীতিতে জোর আলোচনায় আছে, নির্বাচন প্রশ্নে বিএনপি বেশ কৌশলী পথে হাঁটার প্রসঙ্গটি। এ ক্ষেত্রে বিএনপির শীর্ষ নেতৃত্ব বেশ সাফল্য দেখাচ্ছেন বলে মনে করেন পর্যবেক্ষক মহল। সাধারণভাবে সরকারের ব্যর্থতা-সাফল্য নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সাফল্য-ব্যর্থতার প্রসঙ্গটি বিচার-বিশ্লেষণের কেন্দ্রে চলে আসে। অনেকেই মনে করেন, শুরুর দিকে যা-ই হোক, ভোটের রাজনীতির ইকোয়েশনে বিএনপি একাধিক কৌশলী সিদ্ধান্ত নিতে পেরেছে।  ৫ আগস্টের কাক্সিক্ষত পট পরিবর্তনের পর প্রবল অনাকাক্সিক্ষত প্রবণতা দেখা গেছে বিএনপির মধ্যে। এ প্রবণতার লাগাম টেনে ধরতে বেশ কিছু নেতা-কর্মীকে বহিষ্কার করে সাহসী ভূমিকা পালন করেছে দলটি। বর্তমান সরকার গঠিত হওয়ার মাসখানেকের মধ্যেই নির্বাচন প্রশ্নে বিএনপির কতিপয় নেতার অতি অস্থিরতা এবং জামায়াতের সঙ্গে দলটির দৃশ্যমান দূরবর্তী অবস্থান জাতীয়তাবাদী শক্তির অনেককেই শঙ্কিত করেছে।
তবে ফ্যাসিবাদ প্রশ্নে দুই দলই যে অভিন্ন মনোভাবের অধিকারী সে বিষয়টিও তারা স্পষ্ট করতে সক্ষম হয়েছে ইতোমধ্যে। একাধিকবার সরকারে থাকা এবং চাপের মুখে দুবার ক্ষমতা ছাড়ার অভিজ্ঞতায় সমৃদ্ধ বিএনপি খুবই স্পষ্টভাবে বিবেচনায় রেখেছে, রাক্ষসপ্রবণতার রাজনীতির ধারক আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। এবং খুবই নিরাপদে আছেন ভারতে। যিনি ’৭৫-এর থিংক ট্যাংকের দেয়াল ভেদ করে ২১ বছর পর হলেও আওয়ামী লীগকে ক্ষমতাসীন করার অসাধ্য সাধন করেছেন। ১৯৯৬ সালের প্রথম মেয়াদে অনেকটা ‘মাদার তেরেসা’ ভাব নিয়ে থাকলেও ২০০৮ সালের বিশেষ শক্তি কেন্দ্রের পৃষ্ঠপোষকতার নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে এসে ২০১৩ সাল থেকে আসল মূর্তি ধারণ করেন শেখ হাসিনা। এবং ২০২৪ সালের ৫ আগস্ট পলায়নের আগমুহূর্ত পর্যন্ত সব সেক্টরের দুর্বৃত্তদের কাছে টেনেছেন, কাজে লাগিয়েছেন। এদের অনেকেই আবার অসাধারণ মেধাবী। এ নষ্ট মেধাবীরা না পারে এমন কিছু নেই। এরা কিন্তু এখনো ‘হাসিনা কেবলায়ই’ আছেন বলে মনে করা হয়। হয়তো এদের বিবেচনায় রেখেই রাজনীতির দীর্ঘ পথচলায় প্রাজ্ঞ তারেক রহমান বলেছেন, ‘মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি কাউকে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রেখে অর্ন্তর্বতী সরকারের পক্ষে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ নয়।
অর্ন্তর্বতী সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত অপশক্তি এবং শাসন-প্রশাসনে থাকা তাদের দোসররা নানা কৌশলে সক্রিয় হয়ে উঠেছে। এ কারণেই যারা সরকারে রয়েছেন এবং গণতন্ত্রের পক্ষের শক্তি, আমরা যারা এ সরকারের সমর্থনে রয়েছি, আমাদের প্রতিটি কাজ অগ্রাধিকারভিত্তিক এবং সুবিবেচনাপ্রসূত হওয়া জরুরি, যাতে পরাজিত অপশক্তি কোনো সুযোগ নিতে না পারে।’ এরপরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। এর কারণ মোটেই বাঘ-মহিষের অসম্ভব ভালোবাসা অথবা রাজনৈতিক উদারতা নয়। কারণ হচ্ছে, ভোটের রাজনীতির কৌশল। পর্যবেক্ষক মহল মনে করে, আওয়ামী ভোটব্যাংক অন্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে না সাবেক শাসক দল বিএনপি। তা ছাড়া ‘রহিমের ঘাড়ে’ ধরার পর ‘করিমের ঘাড়ে’ ধরার বিষয়টি নিকটবর্তী হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদের রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে ‘মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি’ হিসেবে আখ্যায়িত করেছেন তারা এখনো বহাল তবিয়তেই আছেন। তিনি যথার্থই বলেছেন, ‘মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি কাউকে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রেখে অর্ন্তর্বতী সরকারের পক্ষে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ নয়।’
যেখানে একটি নাটক মঞ্চস্থ না করতে পারার ঘটনাকে শিল্পকলার মহাপরিচালক ‘খণ্ডযুদ্ধে পরাজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন, সেখানে দ্রুত নির্বাচনের ব্যবস্থা কীভাবে করবে অর্ন্তর্বতী সরকার? এ ক্ষেত্রে ব্যর্থতা তো মহাযুদ্ধে পরাজয় হিসেবে বিবেচিত হবে। তবে আশার কথা হচ্ছে, ‘এখনই নির্বাচন চাই’-এ অবস্থা থেকে প্রকারান্তরে সরে এসেছেন অতিসরব বিএনপি নেতারা। হয়তো দলের প্রাণপুরুষ তারেক রহমানের বক্তব্যের গভীরতা তারা বিলম্বে হলেও অনুধাবন করতে পেরেছেন। এটি আশার কথা। আরও আশার কথা হচ্ছে, ভোটের ইকোয়েশনে একেবারে সঠিক অবস্থান নিতে পেরেছে বিএনপি। এ কারণে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দলটি। এটি পর্যবেক্ষক মহলে সুদূরপ্রসারী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হয়।
#বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত, ১০ নভেম্বর ২০২৪, শীরোনাম, ‘সময় গেলে সাধন হবে না’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিপ্লবে বাচ্চারা জীবন দেয়, মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত

দখিনের সময় ডেস্ক: বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার...

বিএনপির কৌশলী সিদ্ধান্ত

সংসদ নির্বাচন কবে? এটি টক অব কান্ট্রিতে পরিণত হয়েছে। এদিকে রাজনীতিতে জোর আলোচনায় আছে, নির্বাচন প্রশ্নে বিএনপি বেশ কৌশলী পথে হাঁটার প্রসঙ্গটি। এ ক্ষেত্রে...

অন্তর্র্বতী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে, অভিযোগ তারেক রহমানের

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে- এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। তিনি ‍এও বলেন, অন্তর্র্বতী সরকারের ব্যর্থতা মানে...

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রেস সেক্রেটারি

দখিনের সময় ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রেস সেক্রেটারি পেলো হোয়াইটহাউজ। মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। শুক্রবার (১৫ নভেম্বর)...

Recent Comments