• ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হইলুন্দের ডাবল গোলে ইউনাইটেডের কঠিন জয়!

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
হইলুন্দের ডাবল গোলে ইউনাইটেডের কঠিন জয়!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মাত্র ৪০ সেকেন্ডে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে পেয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে তাদের আনন্দ মাটি হয়ে যায়। তবে শেষ পর্যন্ত দলকে ত্রাতা হিসেবে দাঁড়িয়েছিলেন রাসমুস হইলুন্দ। তার দুর্দান্ত দুটি গোলের মাধ্যমে ইউনাইটেডকে এনে দেন স্বস্তির জয়, যা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে রুবেন আমোরিমের প্রথম জয়ও বটে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ইউরোপা লিগের গ্রুপ পর্বে নরওয়েজীয় ক্লাব বোদো গ্লিমটকে ৩-২ ব্যবধানে পরাজিত করে রেড ডেভিলরা। ম্যাচের শুরুতেই ৪০ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় ইউনাইটেড, তবে এরপর বোদো গ্লিমট তাদের আক্রমণে ইউনাইটেডকে চমকে দেয়। ১৫ মিনিটের মধ্যে দুটি গোল হজম করার পর ১৯ মিনিটে দ্বিতীয় গোলটি খেয়ে পিছিয়ে পড়েছিল তারা। কিন্তু বিরতির আগে হইলুন্দের গোলে ম্যাচ ২-২ তে নিয়ে আসে ইউনাইটেড।
বিরতির পরও ম্যাচে আধিপত্য ধরে রাখে ইউনাইটেড, এবং হইলুন্দের দ্বিতীয় গোলের মাধ্যমে তারা ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে। কোচ রুবেন আমোরিমের জন্য এটি ছিল অভিষেক জয়, যা তাকে হতাশার দীর্ঘ সময় কাটাতে হয়নি। ইউরোপা লিগে ৫ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ের পর ইউনাইটেড ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে।