Home আন্তর্জাতিক ট্রাফিক পুলিশের ফ্ল্যাটে সোনার টয়লেট

ট্রাফিক পুলিশের ফ্ল্যাটে সোনার টয়লেট

দখিনের সময় ডেস্ক

রাশিয়ার এক পুলিশ কর্মকর্তার প্রাসাদের মতো বাড়িতে খাঁটি সোনার টয়লেট সবাইকে অবাক করে দিয়েছে। যদিও দুর্নীতির অভিযোগে ওই পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। দেশটির স্টাররোপোল অঞ্চলের ৪৫ বছর বয়সী পুলিশ কর্নেল অ্যালেক্সেই সাফানোভ। আরও ৩৫ কর্মকর্তার সঙ্গে তার বাড়িতেও অভিযান চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাফিয়া গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে।

সাফানোভর বাড়িতে প্রাসাদোপম বাড়ি, বিলাসবহুল গাড়ি, দামি আসবাবপত্র, নগদ অর্থ ও সোনার টয়লেট পাওয়া গেছে। ডেইলি মেইলের খবর বলছে, সাফানোভসহ অপরাধী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাবেক ও বর্তমান পুলিশ পরিদর্শকেরাও রয়েছেন।

তদন্তকারীরা বলেন, এই গ্যাং গাড়ির চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে বিলাসী জীবনযাপন করতেন। দুর্নীতিবিরোধী কর্মকর্তারা সাফানোভের বাড়িতে তদন্ত করেছে। এরপর তার বাড়ির ছবি প্রকাশ করেছেন। যাতে সোনার টয়লেট, বিডেট ও সিংকও দেখা গেছে।
বাড়ির ফ্লোর মার্বেল দিয়ে টাইল করা। এছাড়া বাথরুম ক্যাবিনেটের পাশেই বারোক-পদ্ধতির ব্যাকগ্রাউন্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি ওই বারোক-শৈলীও সোনা দিয়ে অঙ্কিত। দুর্নীতিতে দোষী প্রমাণিত হলে কর্নেল সাফানোভকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই অভিযানে তার আগের কর্মকর্তা অ্যালেকজান্ডার আরঝানুখিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
ক্রেমলিনপন্থী দল ইউনাইটেড রাশিয়া পার্টির এমপি অ্যালেকজান্ডার খিনশটেইন বলেন, অভিযানে প্রদেশটির ট্রাফিক বিভাগের মোট ৩৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মূলত স্টাভরোপলে তারা মাফিয়ার মতো কাজ করতেন। কালোবাজারে ভুয়া নম্বর প্লেট বিক্রি থেকে শুরু করে কার্গো পারমিট, বালু চালান, সবকিছু থেকে তারা অর্থ আদায় করতেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে মুখ খুললেন জেনারেল মইন ইউ আহমেদ

দখিনের সময় ডেস্ক: বিডিআর বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ। তদন্তে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেন সাবেক এই সেনাপ্রধান।...

চাপে পড়ে রাধা-কৃষ্ণের পোস্ট মুছে ফেললেন বলিউড অভিনেত্রী

দখিনের সময় ডেস্ক: বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ‘রাধা’-সাজের ছবিতে ভরপুর ছিল। এই কাজটিকেই জীবনের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছিলেন...

আওয়ামী শিবেরে হতাশা, নেতা-কর্মীরা দিশেহারা

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ গত ২৩শে জুন ঘটা করে ৭৫ বছরপূর্তি পালন করেছিল। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায়...

শিরিনের বিরুদ্ধে এবার বাড়ি দখলের অভিযোগ

দখিনের সময় ডেস্ক: সরকারি পুকুর দখলের ঘটনায় দলের পদ হারানোর পর ‍এবার অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে তিনতলা বাড়ি দখলের অভিযোগ উঠেছে। প্রায় ২ কোটি...

Recent Comments