• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুনিয়ার প্রেম-সম্পর্ক-মরদেহ উদ্ধার, যা বললেন বোন

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১, ০২:৫৮ পূর্বাহ্ণ
মুনিয়ার প্রেম-সম্পর্ক-মরদেহ উদ্ধার, যা বললেন বোন
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

গুলশান-২ এর একটি ফ্ল্যাট থেকে গত সোমবার উদ্ধার মোসারাত জাহানের (মুনিয়া) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে বোনের লাশ উদ্ধার, প্রেমের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। তার আগে বোনের নিহতের ঘটনায় বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন নুসরাত। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে মামলায় আসামি করেন তিনি।

এ ছাড়া নুসরাত বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। অনেক সৎ ছিলেন। আমাদের শহরের সবাই জানে ওনারা কেমন ছিলেন। ওনারা নেই, ওনাদের সন্তান, এতিম একটা মেয়ে। তার সাথে যা হয়েছে। আমি তার সুষ্ঠু বিচার চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। বাংলাদেশের সবকিছুর ঊর্ধে তিনি, তার কাছে আমার সন্তানের মতো বোনের অপমৃত্যুর বিচার চাই। সে হয়তো অনেক বড় কিছু… তাই বলে কি বিচার পাবো না ? আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চাওয়ার নাই এটা ছাড়া।’