Home বরিশাল ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, জেলেরা ফিরছে প্রায় খালি হাতে

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, জেলেরা ফিরছে প্রায় খালি হাতে

স্টাফ রিপোর্টার:

ভরা মৌসুমে ইলিশের দেখা নেই দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম বরিশালে। সাগর থেকে জেলেরা ফিরছে প্রায় খালি হাতে। নদীতেও মিলছে না কাঙ্খিত ইলিশ। অথচ গেল বছর এসময় ভরপুর ছিলো জেলেদের জাল। কিন্তু এ বছর একেবারেই আকাল।

প্রতি বছর এই সময়টাতে বরিশালের মোকামে ব্যস্ত সময় পার করতো শ্রমিকরা। সেখানে এখন অনেকটাই খাঁ খাঁ করছে। কাজ না পেয়ে অনেকটাই হতাশ শ্রমিক ও জেলেরা। আর মাছ না থাকায় দামও চড়েছে বেশ। জেলেরা জানান, একে তো করোনায় আর্থিক সংকট তৈরি করেছে, তার ওপরে ভরা মৌসুমেও ইলিশের দেখা না পেয়ে হতাশ তারা।

এদিকে, মৎস্য কর্মকর্তাদের দাবি গত কয়েক বছর ধরেই জুন-জুলাইতে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই অপেক্ষা করতে হবে অন্তত আগস্ট পর্যন্ত। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ‘আমরা জেনে এসেছি যে জুন-জুলাইয়েও মৌসুম শুরু হয়। ভিন্ন কারণে এ আকাল যাচ্ছে।’ উল্লেখ্য, গত বছর বরিশাল জেলায় প্রায় ৪০ হাজার মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছিলো। সেখানে এ বছর ৪২ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হয়েছিলো। কিন্তু লক্ষণ হতাশাজনক।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতাল

দখিনের সময় ডেস্ক: ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ জুলাই থেকেই আবেদন...

এপেক্সে নিয়োগ, পাবেন পিক অ্যান্ড ড্রপসহ অনেক সুবিধা

দখিনের সময় ডেস্ক: এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ই-কমার্স (মার্কেটিং) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৯ জুলাই থেকেই...

বেশি এমএএইচ মানেই কি ভালো ব্যাটারি? যা বলছেন বিশেষজ্ঞরা

দখিনের সময় ডেস্ক: বাজার থেকে নতুন ফোন কেনার সময় একজন ক্রেতা পরীক্ষা করে থাকেন তার ফোনে কত এমএএইচের ব্যাটারি ইনস্টল করা আছে। সাধারণত বেশি এমএএইচের...

রাতে আম খেলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: এখন আমের সময়। বাহারি নাম ও স্বাদের আম পাওয়া যাচ্ছে বাজারে। সেসব আমের স্বাদ না নিলে কি হয়! আম-দুধ দিয়ে ভাত খাওয়া...

Recent Comments