• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, জেলেরা ফিরছে প্রায় খালি হাতে

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১, ২০২১, ১২:২১ অপরাহ্ণ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, জেলেরা ফিরছে প্রায় খালি হাতে
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

ভরা মৌসুমে ইলিশের দেখা নেই দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম বরিশালে। সাগর থেকে জেলেরা ফিরছে প্রায় খালি হাতে। নদীতেও মিলছে না কাঙ্খিত ইলিশ। অথচ গেল বছর এসময় ভরপুর ছিলো জেলেদের জাল। কিন্তু এ বছর একেবারেই আকাল।

প্রতি বছর এই সময়টাতে বরিশালের মোকামে ব্যস্ত সময় পার করতো শ্রমিকরা। সেখানে এখন অনেকটাই খাঁ খাঁ করছে। কাজ না পেয়ে অনেকটাই হতাশ শ্রমিক ও জেলেরা। আর মাছ না থাকায় দামও চড়েছে বেশ। জেলেরা জানান, একে তো করোনায় আর্থিক সংকট তৈরি করেছে, তার ওপরে ভরা মৌসুমেও ইলিশের দেখা না পেয়ে হতাশ তারা।

এদিকে, মৎস্য কর্মকর্তাদের দাবি গত কয়েক বছর ধরেই জুন-জুলাইতে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই অপেক্ষা করতে হবে অন্তত আগস্ট পর্যন্ত। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ‘আমরা জেনে এসেছি যে জুন-জুলাইয়েও মৌসুম শুরু হয়। ভিন্ন কারণে এ আকাল যাচ্ছে।’ উল্লেখ্য, গত বছর বরিশাল জেলায় প্রায় ৪০ হাজার মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছিলো। সেখানে এ বছর ৪২ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হয়েছিলো। কিন্তু লক্ষণ হতাশাজনক।