দখিনের সময় ডেস্ক ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২০-২১ অর্থবছরে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর সহযোগিতায় ৫০ হাজার টাকার চেক হাতে পেয়েছেন বরিশালের ৪ জন সাংবাদিক। গতকাল সোমবার এ চেক বিতরণ করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সাংবাদিক ৪ জন হলেন, ৭১ টিভির ক্যামেরাম্যান জসিম উদ্দিন, দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মো: আল আমিন হোসেন রুবেল, একুশে টিভির জেলা প্রতিনিধি সুখেন্দু এদবর ও আরটিভির ক্যামেরাপারসন মো: লিটন মোল্লা।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর সভাপতি স্বপন খন্দকার, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ,শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
জানা গেছে, নব্বই দশকের শুরুর দিকে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) নামক সংগঠনটির যাত্রা শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত এই সংগঠনের পূর্বের সকল সাংবাদিক নেতারা কখনই সরকারী অনুদান এনে সাংবাদিকদের দিতে পারেনি। কিন্ত সর্বশেষে বরিশালের জনপ্রিয় সাংবাদিক স্বপন খন্দকার জেইউবি’র নেতৃত্বে আসার পরই বরিশালে সর্বপ্রথম সাংবাদিকরা সরকারী অনুদান পাওয়া শুরু করেছে। সাংবাদিক স্বপন খন্দকার বরিশালের পেক্ষাপটে হঠাৎ এমন কার্যক্রম বাস্তবায়ন করায় পূর্বের তুলনায় বর্তমানে সামাজিক, রাজনৈতিক ও মিডিয়া অঙ্গনসহ অনেক জনমনের মনি কোঠায় প্রকৃত সাংবাদিক নেতার স্থান অর্জন করে নিয়েছে।