Home জাতীয় ফকির আলমগীরকে রাষ্ট্রীয় সম্মাননা, মরদেহ শহীদ মিনারে

ফকির আলমগীরকে রাষ্ট্রীয় সম্মাননা, মরদেহ শহীদ মিনারে

দখিনের সময় ডেস্ক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে রাজধানীর পল্লীমা সংসদে নেওয়া হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে সেখানে তার মরদেহ নেওয়া হয়। বেলা ১১টার দিকে তাকে `গার্ড অব অনার’ দেওয়া হয়।

তার ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় পল্লীমা সংসদে ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় ফকির আলমগীরের মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সবশেষ বাদ যোহর রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে শেষ জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে দাফন করা হবে।

এর আগে শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফকির আলমগীর এর মৃত্যুতে শোক বার্তায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশিষ্টজনরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় রহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের সদস্য ও ফকির আলমগীরের অগণিত ভক্তের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হঠাৎ সবুজ হচ্ছে হোয়াটসঅ্যাপ, কারণ কী?

দখিনের সময় ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায় ছোট-বড় পরিবর্তন নিয়ে আসে তাদের প্ল্যাটফর্মে। গত ফেব্রুয়ারি থেকে মেটা মালিকানাধীন এই অ্যাপটি আইওএস ডিভাইসের...

হারানো গাড়ির চাবি-ব্যাগ ও পার্স খুঁজে দিবে গুগল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে অনেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন। মানুষের বিভিন্ন কাজে এটি অত্যন্ত সহায়ক। যার ফলে দিন দিন মানুষ এই স্মার্টফোনের ওপর নির্ভর...

ইউটিউব না ফেসবুক ভিডিওতে আয় বেশি?

দখিনের সময় ডেস্ক: বর্তমানে ইউটিউব ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তা বাড়ছে। সেইসঙ্গে অনেকের কাছেই এটি অর্থ আয়ের একটি মাধ্যম হিসাবে গড়ে উঠেছে। অনেকেই এখন...

আম খাওয়া কতটা স্বাস্থ্যকর?

দখিনের সময় ডেস্ক: প্রচণ্ড গরমে মুহূর্তেই প্রশান্তি পেতে রসালো আমের বিকল্প পাওয়া মুশকিল। আম কে না পছন্দ করে, বিশেষ করে যখন বেছে নেওয়ার মতো অসংখ্য...

Recent Comments