Home অন্যান্য করোনা ভাইরাস আসছে টিকা কাটছে সংকট, সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট

আসছে টিকা কাটছে সংকট, সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট

দখিনের সময় ডেস্ক:

দেশে টিকা আসতে শুরু করায় কাটছে সংকট। হাতে পর্যাপ্ত টিকা আসায় প্রান্তিক পর্যায়ে ৭ আগস্ট টিকা ক্যাম্পেইন শুরু করছে সরকার। সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট নিয়ে চলছে পরিকল্পনা। চীনের সিনোফার্ম থেকে কেনা ৩০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। আজ জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসবে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ বিভাগ) ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু রোধে সারা দেশে করোনা টিকা দিতে বিস্তর পরিকল্পনা করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে যারা অনলাইনে নিবন্ধন করতে পারেন তারা করবেন। না পারলে টিকা কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে এলে নিবন্ধন করে টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে বিকল্প হিসেবে পাসপোর্ট দিয়ে নিবন্ধনের ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, করোনা মহামারী নিয়ন্ত্রণে সারা দেশে প্রচারের মাধ্যমে দিনে ১০ লাখ টিকা দেওয়া হবে। ছয় দিনে দেওয়া হবে ৬০ লাখ। এটা প্রথম ডোজ হিসেবে বিবেচিত হবে। নির্ধারিত সময় পরে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। এ ক্ষেত্রেও দিনে ১০ লাখ টিকাই দেওয়া হবে। এভাবে ১ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে শুধু গ্রামাঞ্চলেই দেওয়া হবে ১ কোটি ১০ লাখ ৪০ হাজার ডোজ। সারা দেশে ক্যাম্পেইন আকারে টিকার কার্যক্রম পরিচলনার মাধ্যমে প্রতি সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৭ থেকে ১২ আগস্ট এ কার্যক্রম চলতে পারে। শহর ও গ্রামাঞ্চলে একযোগে টিকা কার্যক্রম শুরু হবে। শহরাঞ্চলে মডার্না ও গ্রামাঞ্চলে সিনোফার্ম টিকা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments