Home আন্তর্জাতিক নারীদের অধিকার ও সম্মান রক্ষার অঙ্গীকার তালেবানদের

নারীদের অধিকার ও সম্মান রক্ষার অঙ্গীকার তালেবানদের

দখিনের সময় ডেস্ক:

আফগানিস্তানে নারী ও সংবাদমাধ্যমে অধিকার সম্মান ও রক্ষা করার অঙ্গীকার করেছেন তালেবানের এক মুখপাত্র। আজ রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এই অঙ্গীকার করেন তিনি।  তালেবান মুখপাত্র বলেন, নারীদের তাদের বাড়িতে একা থাকার অনুমতি দেয়া হবে এবং তাদের জন্য শিক্ষাগ্রহণ ও কাজের সুযোগ অব্যাহত রাখা হবে। খবর সূত্র: ববিসি।

পাশাপাশি সংবাদমাধ্যমকেও স্বাধীনভাবে কাজের সুযোগ দেয়া হবে বলে জানান তালেবান মুখপাত্র। তবে মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো প্রকার ‘চরিত্র হননের’ সুযোগ দেয়া হবে না বলে বিবৃতিতেক জানান ওই মুখপাত্র। ১৯৯৬ থেকে ২০০১ থেকে আফগানিস্তানে তালেবানের প্রথম আমলে কঠোর নিয়ন্ত্রণমূলক শাসনের জন্য সমালোচনার শিকার হয়েছিল সশস্ত্র দলটি। ওই সময় ১২ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে যেতে বাধা, একাকি নারীদের রাস্তায় বের হতে না দেয়াসহ বিভিন্ন পদক্ষেপের কারণে তারা সমালোচিত হয়।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা সরানোর সিদ্ধান্তের ১০০ দিনের মাথায় তালেবানের কাবুলে প্রবেশের পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন। এর মধ্য দিয়ে অবশেষে পতন হলো রাজধানী কাবুলেরও। এখন অভিষেক ঘটতে চলেছে আরেক গনির। তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বারাদার হতে পারেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments