Home শীর্ষ খবর সন্তান জন্মদানে অতি উৎসাহী রোহিঙ্গারা, চার বছরে জন্মেছে দেড় লাখ

সন্তান জন্মদানে অতি উৎসাহী রোহিঙ্গারা, চার বছরে জন্মেছে দেড় লাখ

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপেবসা রোহিঙ্গারা সন্তান জন্মদানে অপ্রতিরোধ্য।

সংশ্লিষ্টরা বলছেন, এভাবে সন্তান জন্ম দিতে থাকলে একদিন ওইসব এলাকায় স্থানীয়রাই সংখ্যালঘু হবে, সংকটে পড়বে। গত চার বছরে রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ ৫০ হাজারেরও বেশি সন্তান জন্মলাভ করেছে।

প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, গড়ে প্রতিদিন ৯০ জন শিশু বাংলাদেশের মাটি স্পর্শ করছে। শুধু তাই নয়, একাধিক বিয়ে করার প্রবণতা ও বাল্যবিয়ের ঘটনা বাড়ছে রোহিঙ্গাদের মধ্যে। অধিক সন্তান জন্মদানের ক্ষতিকর দিক তুলে ধরা হলেও তারা তা মানছেন না রোহিঙ্গারা।

রোহিঙ্গা ক্যাম্পগুলো সরেজমিন ঘুরে যে তথ্য মিলেছে তাতে দেখা যায়, অশিক্ষিত রোহিঙ্গারা ধর্মের দোহাই দিয়ে জন্ম নিয়ন্ত্রণে অনাগ্রহী। ফলে ক্যাম্পে অবস্থানরত অনিশ্চিত জীবনেও থেমে নেই তাদের বাচ্চা জন্মদান। যার ফলে জন্ম নিচ্ছে হাজার হাজার রোহিঙ্গা নবজাতক।

যার পুরো চাপটাই এখন পড়েছে আশ্রয়দাতা বাংলাদেশের ওপর। সংশ্লিষ্টরা মনে করেন, দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। সম্প্রতি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, রাস্তাঘাটে মানুষের মধ্যে শিশুদের উপস্থিতিই বেশি। বিভিন্ন বয়সী শিশু।

জাতিসংঘ শরাণার্থী সংস্থা-ইউএনএইচসিআর, ইউনিসেফ ও বেসরকারি এনজিও সেভ দ্য চিলড্রেনের পরিসংখ্যান মতে, প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে যুক্ত হচ্ছে গড়ে ৯০ শিশু।

২০১৭ সালের পর থেকে গত চার বছরে উখিয়া-টেকনাফের ৩৪ শিবিরে জন্ম নিয়েছে ১ লাখ ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু। ফলে নতুন এবং পুরনোসহ এ দেশে জন্ম নেওয়া শিশুসহ রোহিঙ্গার সংখ্যা বর্তমানে প্রায় ১৪ লাখে পৌঁছেছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) সূত্র জানায়, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী স্বল্প সময়ের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে আসে।

ওই সময় আসা নারীদের ৩০ হাজারের বেশি ছিল অন্তঃসত্ত্বা। পরে কয়েক মাসের মধ্যেই এসব সন্তান ভূমিষ্ঠ হয়। ইউএনএফপিএর আরেকটি তথ্য অনুসন্ধানে জানা গেছে, ৩০ হাজার অন্তঃসত্ত্বা মহিলা বাংলাদেশে এলেও শিবিরগুলোতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত সেবা কেন্দ্রগুলোতে মাত্র ৪ হাজার শিশুর জন্ম হয়। অবশিষ্ট শিশুর জন্ম হয় শিবিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments