দখিনের সময় ডেস্ক:
ফের কাঁপলো কাবুল। কিছুক্ষণ আগে কাবুল বিমান বন্দরের বাইরে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। রকেট হামলা চালানো হয়েছে বলে জানাগেছে। অগেই এ হামলার আশংকার কথা জানিয়েছিলেন মার্কিণ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছিলেন, ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে বিস্ফোরণ ঘটবে। বাইডেনের সতর্কবার্তা ফললো। পর্যবেক্ষক মনে করছেন, আফগানিস্তানের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
অইএস-এর উপর ড্রনহামলার প্রতিশোধ হিসেবে মার্কিণ সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় বিস্ফোরণের মূল চক্রীকে হত্যার দাবির পর আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে, আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে ফের কাবুল বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণ।
চারদিন আগে কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএসের খোরাসান গোষ্ঠী। এবারের বিস্ফোরণের পিছনে কারা, সেটা এখনও স্পষ্ট নয়।
(বিস্তারিত আসছে)