Home শীর্ষ খবর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দুর্নীতি, দুদকের জালে অধ্যক্ষ

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দুর্নীতি, দুদকের জালে অধ্যক্ষ

দখিনের সময় ডেস্ক:

রাজধানী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের দুর্নীতি, ভর্তি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার(২৯আগস্ট) কমিশন আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখার অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তিনি আরও বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। এর সঙ্গে নতুন করে অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধানকালে তার দেশের বাইরে আমেরিকায় কোনো সম্পদ আছে তাও খতিয়ে দেখা হবে।

দুদকের কর্মকর্তারা বলেছেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান খানের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, নিয়োগ ও নির্মাণকাজের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। এসব দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দুর্নীতির তথ্য পাওয়া যায়। অধ্যক্ষ ছাড়াও প্রতিষ্ঠানটিতে ভর্তি বাণিজ্য, নিয়োগ ও নির্মাণকাজের সঙ্গে জড়িত সিন্ডিকেটের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধানকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও সরবরাহকারী যাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তথ্যানুযায়ী, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের দুর্নীতির অভিযোগটি অনুসন্ধান করছেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

সাড়ে তিন মাস পর আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস

দখিনের সময় ডেস্ক: সাড়ে তিনমাস পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরইমধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিনসহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট...

Recent Comments