Home শীর্ষ খবর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দুর্নীতি, দুদকের জালে অধ্যক্ষ

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দুর্নীতি, দুদকের জালে অধ্যক্ষ

দখিনের সময় ডেস্ক:

রাজধানী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের দুর্নীতি, ভর্তি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার(২৯আগস্ট) কমিশন আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখার অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তিনি আরও বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। এর সঙ্গে নতুন করে অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধানকালে তার দেশের বাইরে আমেরিকায় কোনো সম্পদ আছে তাও খতিয়ে দেখা হবে।

দুদকের কর্মকর্তারা বলেছেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান খানের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, নিয়োগ ও নির্মাণকাজের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। এসব দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দুর্নীতির তথ্য পাওয়া যায়। অধ্যক্ষ ছাড়াও প্রতিষ্ঠানটিতে ভর্তি বাণিজ্য, নিয়োগ ও নির্মাণকাজের সঙ্গে জড়িত সিন্ডিকেটের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধানকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও সরবরাহকারী যাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তথ্যানুযায়ী, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের দুর্নীতির অভিযোগটি অনুসন্ধান করছেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments