Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি দশম শ্রেনীর ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা, অপহরণ মামলা

দশম শ্রেনীর ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা, অপহরণ মামলা

দখিনের সময় ডেস্ক:

নেত্রকোণার মদন উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। তবে শুক্রবার(৩সেপট্টম্বর) ফেসবুকে এক ভিডিও বার্তায় স্কুলছাত্রী দাবি করেছে, ছাত্রলীগ নেতাকে ভালোবেসে স্বেচ্ছায় পালিয়েছে সে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোজাম্মেল হক সোহাগ। তিনি উপজেলার আরগিলা গ্রামের আব্দুল হাই এর ছেলে ও মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। গত বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছেন স্কুলছাত্রীর বাবা। শুক্রবার রাতে ১০টায় সোহাগ তার নিজের ফেসবুক আইডিতে ওই কিশোরীর ছবি ও নোটারি পাবলিকের বিবাহ হলফনামা পোস্ট করেছেন। এর সঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। ভিডিওতে ওই কিশোরী বলে, নিজের ইচ্ছায় ছাত্রলীগ নেতার হাত ধরে পালিয়েছে সে।

এ ব্যাপারে মোজাম্মেল হক সোহাগ বলেন, আমরা একে অপরকে ভালোবাসি। পরিবারের লোকজন মেনে নিবে না বলে পালিয়ে বিয়ে করেছি। এদিকে কিশোরীর পরিবার অভিযোগ করেন, গত সোমবার সন্ধ্যায় কুলিয়াটি তার আত্মীয়ের বাড়ি থেকে আসার পথে কলেজ মোড় এলাকা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করেন সোহাগ। ঘটনার পর থেকে কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা সোহাগসহ আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন জানান, অভিযোগের সত্যতা পেলে মোজাম্মেল হক সোহাগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, কিশোরীকে অপরহণের অভিযোগে মোজাম্মেল হক সোহাগের নামে মামলা হয়েছে। কিশোরীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments