Home শীর্ষ খবর টুইন টাওয়ার হামলার দিন শপথ নিবে তালেবান সরকার

টুইন টাওয়ার হামলার দিন শপথ নিবে তালেবান সরকার

দখিনের সময় ডেস্ক:

আগামী ১১ সেপ্টেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান করার পরিকল্পনা করছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। অন্যদিকে, সেদিন ৯/১১-র সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র। নবগঠিত তালেবান সরকার শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে রয়েছে চীন, তুরস্ক, পাকিস্তান, ইরান, কাতার, রাশিয়া, ভারত এবং মজার বিষয় হল যুক্তরাষ্ট্রকেও তারা আমন্ত্রণ জানিয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার ও সেনা সদর দপ্তর পেন্টাগনে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জন্য ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদাকে দায়ী করে যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২৬০৬ জনসহ মোট ২৯৭৭ জন নিহত হয় ওই হামলায়। আহত হয়েছিল আরও ৬ হাজার মানুষ।

ওই হামলার জেরেই ২০০১ সালের শেষদিকে আফগানিস্তানে হামলা করে যুক্তরাষ্ট্র। উৎখাত করা হয় তালেবান সরকারকে। কারণ তালেবানরা আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসাম বিন লাদেনকে আফগানিস্তানে আশ্রয় দিয়েছিল। অনেক বিশেষজ্ঞের মতে ওই হামলা বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। এর ধারাবাহিকতায় ২০০৩ সালে ইরাকেও আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার (৭সেপ্টম্বর) ৩৩ সদস্যের সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের নতুন সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে ‘কট্টরপন্থী’ হিসেবে পরিচিতদেরকে। তালেবান সদস্য ছাড়া আফগানিস্তানের অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দলের নেতাদেরকেও এই সরকারে রাখা হয়নি। নেই কোনও নারী নেত্রীও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments