Home নির্বাচিত খবর বরেণ্য শিক্ষক অধ্যাপক শাহাদাৎ হোসেনকে স্মরণ

বরেণ্য শিক্ষক অধ্যাপক শাহাদাৎ হোসেনকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক ।।

শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বরেণ্য শিক্ষক অধ্যাপক শাহাদাৎ হোসেনের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরীর রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটারের কর্মবীর আব্দুল খালেক পাঠাগার ও মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক শাহাদাৎ হোসেনের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও সরকারি ব্রজমোহন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অধ্যাপক শাহাদাৎ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন।

প্রদর্শিত হয় বরেণ্য এই শিক্ষকের জীবন নির্ভর প্রামান্যচিত্র। শিক্ষার্থীরা হাতে আঁকা একটি প্রতিকৃতি তাঁর পরিবারের স্বজনদের কাছে তুলে দেন। সবশেষে অধ্যাপক শাহাদাৎ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, চাখার সরকারি ফজলুল হক কলেজের উপাধ্যক্ষ এ এস এম হাবিবুল ইসলাম, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার, ইংরেজী বিভাগের সাবেক শিক্ষক এইচ এম মাহবুবুল আলম, ছড়াকার দীপংকর চক্রবর্তী, সরকারি আলেকান্দা কলেজের অধ্যাপক মহিঊদ্দীন চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ সহ ইংরেজী বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী ও মরহুম শাহাদাৎ হোসেনের পরিবার স্বজনরা।

ইংরেজী বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজত স্মরণানুষ্ঠান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রসঙ্গত, অধ্যাপক শাহাদাৎ হোসেন চলতি বছরের ১৩ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিতঅটোরিকশার চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার...

Recent Comments