Home বরিশাল বরিশালে কার্টুনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশালে কার্টুনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

দখিনের সময় ডেস্ক :

বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের বান্দ রোর্ড সংলগ্ন ব্যাপ্টিমিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের রাস্তার পাশের ছোট একটি ড্রেন থেকে কার্টুনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে রাস্তার পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। বান্দ রোড এলাকাবাসী ও কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাপ্টিমিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মালেক রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার করার সময় তার চোখে পড়ে একটি কার্টুন।

পরে তিনি কার্টুনটি খুলে দেখতে পান একটি মৃত নবজাতকের লাশ। পরে ওখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এটি এস আই কালামকে বিষয়টি জানালে তিনি তৎক্ষনিক বরিশাল কোতয়ালী মডেল থানায় বিষয়টি অবহিত করেন।

পরে কোতয়ালী থানার পুলিশের দুইটি টহল গাড়ী এসে লাশটি উদ্ধার করেন। কোতয়ালী থানার এস আই ডুমল জানান, ট্রাফিক পুলিশের এটি এস আই কালাম থানায় ফোন করে জানান ব্যাপ্টিমিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের রাস্তার পাশে একটি কার্টুনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ পরে থাকতে দেখে পরিচ্ছন্নতাকর্মীর তাকে জানালে তিনি থানায় খবর দেন।

পরে থানার দুইটি টহল গাড়ী ঘটনাস্থলে আসেন। এরপর কার্টুন খুলে নবজাতকের লাশ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা লাশটি ফেলে রেখে যায়।

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি কার্টুনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাফিক পুলিশ বিষয়টি জানালে পরে লাশটি উদ্ধার করা হয়।

কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। ওসি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কৃষ্ণ কাজ করছিল: নাহিদ

দখিনের সময় ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশে এ...

চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর...

যেভাবে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে কারাগারে...

মোর্স কোড কী?

দখিনের সময় ডেস্ক: মোর্স কোড হল একটি সাংকেতিক ভাষা যা পয়েন্ট (.) এবং ড্যাশ (-) দ্বারা প্রতিটি অক্ষর, সংখ্যা, এবং কিছু বিশেষ চিহ্ন উপস্থাপন করে।...

Recent Comments