Home শীর্ষ খবর রাত পোহালে ৮৪৭টি ইউপি নির্বাচনে ভোট গ্রহন

রাত পোহালে ৮৪৭টি ইউপি নির্বাচনে ভোট গ্রহন

দখিনের সময় ডেস্ক:

রাত পোহালেই দেশের ৮৪৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন। কোনকোন স্থানে এ ভোট গ্রহন উৎসব মুখর না হয়ে নানান অঘটনে আশংকা করা হচ্ছে। উল্লেখ, এবারের নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে শতাধিক। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে ভোট গহেনের দিন ধারনাতীতিভাবে ভোটকেন্দ্র দখলের আশংকা রয়েছে। আর এ ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার।

এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের আগেই বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ভাবিয়ে তুলেছে। নির্বাচনের তফসীল ঘোষনার থেকে প্রায় এক মাস ধরে সংঘাত লেগেই আছে। এতে দেশি অস্ত্রের পাশাপাশি বেড়ে গেছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। বেড়েছে অবৈধ অস্ত্রের চাহিদাও। এদিকে নিকট অতীতের যে কোনো সময়ের তুলনায় অস্ত্রের চোরাচালানও বেড়েছে। এমন প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, ভোটের দিনও পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। এমনকি ভোটকেন্দ্র দখলে অবৈধআগ্নেয়াস্ত্রের ব্যবহার হতে পারে বলেও তাদের আশঙ্কা।

এদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণকালে কেউ যাতে কোনো ধরনের পেশিশক্তি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে না পারে, সেজন্য মাঠ পুলিশে নির্দেশনা পাঠানো হয়েছে। সীমান্ত এলাকাসহ প্রত্যন্ত এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে নজরদারি চলছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments