Home শীর্ষ খবর স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, মামলাটি অহেতুক ট্রায়ালে পাঠায় পুলিশ

স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, মামলাটি অহেতুক ট্রায়ালে পাঠায় পুলিশ

দখিনের সময় ডেস্ক:

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগে করা আলোচিত মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১১নভেম্বর) রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘মামলার বাদী দুজন স্বেচ্ছায় রেইনট্রি হোটেলে যান। সেখানে স্বেচ্ছায় তারা আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। তাদের ভয়ভীতি বা মারধর করে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করা হয়নি।’ ৭২ ঘন্টা পর ধর্ষন মামলা না নেবার সুপারিশ করেছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার রায় ঘোষণা করেন। তিনি বলেন, ‘ঘটনার ৩৮ দিন পর মামলা ফাইল করা হয়। ৩৯ দিন পর করা হয় মেডিকেল। ভিকটিমদের পোশাকে ধর্ষণর আলামত পাওয়া যায়নি। ধর্ষণ প্রমাণে মেডিকেল লাগে সেটাও প্রমাণিত হয়নি। বীর্যের উপস্থিতিও পাওয়া যায়নি।’

বেলা ১টা ১০মিনিট থেকে রায় পড়া শুরু করেন। এ সময় বিচারক বলেন, ‘আমি একজন বিচারক। সবকিছু আমাকে পুঙ্খানুপঙ্খভাবে দেখতে হয়েছে। এজাহার, অভিযোগপত্র, স্বীকারোক্তিমূলক জবানবন্দি চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে। নরমাল মামলায় এত কিছু বলতে হয় না। আপনারা (আইনজীবীরা) এ মামলাকে বলেন আলোচিত মামলা। আমি এটা মনে করি না। আমার কাছে সব মামলাই সমান। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষ্য দেন। ১১ জন সাক্ষী রেইনট্রি হোটেলের কর্মচারী। তারা কেউ ঘটনা সম্পর্কে কিছুই জানত না। পুলিশের মাধ্যমে তারা ঘটনা জানে।’

অভিযোগকারীরা ঘটনার ৩৮ দিন পর সাফাত আহমেদের তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার প্ররোচনায় মামলা করেন বলে জানান বিচারক। তিনি বলেন, ‘ধর্ষণের উপাদান না পাওয়ার পরও পুলিশ মামলাটি তদন্ত করে অহেতুক ট্রায়ালে পাঠায়। মামলাটির বিচারকাজ এ আদালতে চলেছে ৯৩ কার্যদিবস। আজ ৯৪তম কার্যদিবস। এতে আদালতের সময় নষ্ট হয়েছে।’

মামলায়ে যথেষ্ট সন্দেহ রয়েছে জানিয়ে বিচারক বলেন, ‘আগে থেকেই ভুক্তভোগীরা শারীরিক সম্পর্কে অভ্যস্ত ছিল। তারা তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে শারীরিক সম্পর্কে যান। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। কাজেই আসামিদের খালাস দেওয়া হলো।’

বিচারক আরও বলেন, ‘মামলার এজাহারে বাদী সাফাতের স্ত্রী পিয়াসাকে খালাতো বোন পরিচয় দেন। পরবর্তীতে তিনি জানান পিয়াসা তার খালাতো বোন না। এজাহারে তিনি মিথ্যা বলেছেন। মামলার বাদীর সাক্ষ্য থেকে দেখা যায়, কখন, কোথায়, কীভাবে, কোন রুমে তাদের ধর্ষণ করা হয় সে সম্পর্কে তারা কিছু বলেননি।’

ধর্ষণের শিকার হলে ভুক্তভোগীর কাজ ছিল থানায় যাওয়া। তারা তা না করে আগেই তাদের বন্ধু শাহরিয়ার আহমেদ এবং স্নেহার সঙ্গে দেখা করেন বলে জানান বিচারক। তিনি বলেন, ‘তা ছাড়া তারা ড্রিংকস করেন। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে আড্ডা দেন। তারা স্বেচ্ছায় রেইনট্রি হোটেলে যান। হোটেলের কেউ বলেলনি এমন ঘটনা ঘটেছে। তারা বলেছেন তাদের চারজনকে মারধর করা হয়েছে। চিৎকার করে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। চারজন যদি এক সঙ্গে চিৎকার করে তাহলে তা তো এক কিলোমিটার দূর তেকে শোনা যাওয়ার কথা ছিল।’

আদালত বলেন, ‘মামলায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ ও বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবনাবন্দি দিয়েছেন। এদের মধ্যে সাদমান ও বিল্লাল ঘটনার সঙ্গে জড়িত আছে তা উঠে আসেনি। আর সাফাত বলেছে উত্তেজনার বশবর্তী হয়ে তারা শারীরিকভাবে মিলিত হয়। বিষয়টি ধর্ষণের পর্যায়ে পড়ে কি না? তবে নাঈম আশরাফ একজনকে জোর করে ধর্ষণ করে। সাক্ষী দ্বারা তা প্রমাণিত হয়নি। ভুক্তভোগীদের শারীরিক সম্পর্ক হয়েছে, তবে ধর্ষণ না।’

স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে বিচারক বলেন, ‘রিমান্ড শেষে সাফাত ও নাঈম আশরাফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। সেখানে কারণ হিসেবে বলেন, নির্যাতনের ভয়-ভীতি দেখিয়ে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে ক্রসফায়ার দিতে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। অমানবিক নির্যাতন করে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। নাঈম আশরাফ ঢাকার সিএমএম আদালতে অসুস্থ মর্মে চিকিৎসার আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments