দখিনের সময় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হচ্ছেন ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরন। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. তাজুল ইসলাম মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনজন প্যানেল মেয়রের নাম ঘোষণা করেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী, প্যানেল মেয়র তালিকার ১ নম্বর ব্যক্তি হিসেবে আসাদুর রহমান কিরন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।
আসাদুর রহমান কিরন গাজীপুর সিটিতে দ্বিতয়িবারের মতো ভারপ্রাপ্ত মেয়র হলেন। এর আগে ২০১৩-১৮ মেয়াদে ২৮ মাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। নবগঠিত এই সিটির দ্বিতীয় মেয়াদেও নির্বাচিত মেয়র বরখাস্ত হবার ঘটনা ঘটলো। এজন্য পরীক্ষিত হিসেবে আসাদুর রহমান কিরনকেই বেছে নিলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। শহিদ আহসান উল্লাহ মাস্টারের হাতে করা টঙ্গী থানা আওয়ামী লীগ কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. তাজুল ইসলাম এক প্রেস ব্রিফিং-এ বর্তমান মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিস্কারের কথা জানান। একই সঙ্গে ৩ জনের প্যানেল মেয়র তালিকা জানানো হয়। প্যানেল মেয়র হিসেবে অন্যরা হচ্ছেন ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা এবং ২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট আয়েশা আক্তার।