দখিনের সময় ডেস্ক ॥
করোনায় আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (০৭ অক্টোবর) ওভাল অফিসে কাজে যোগ দেয়ার আগে এক ভিডিওবার্তায় এই মন্তব্য করেন ট্রাম্প। এসময় রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। বার্তায় করোনাভাইরাস বিস্তারে আবারও চীনের সমালোচনা করেন তিনি।
করোনা শনাক্তের এক সপ্তাহের কম সময়ের মধ্যেই ওভাল অফিসে কাজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে এক ভিডিও বার্তায়, নিজেই নিজেকে জনপ্রিয় প্রেসিডেন্ট দাবি করে বলেন, করোনায় আক্রান্ত হওয়া তার কাছে ঈশ্বরের আশীর্বাদের মতোই। তাকে রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের ওষুধ দিতে তিনিই চিকিৎসকদের পরামর্শ দেন বলেও দাবি করেন।
ট্রাম্পের ভাষ্য, “করোনায় আক্রান্ত হওয়াকে আমার কাছে আশির্বাদের মতো মনে হয়েছে। এই আশীর্বাদ ছদ্মবেশ ধরে এসেছে। আমিই চিকিৎসকদের পরামর্শ দেই রেজেনেরন ওষুধ আমাকে দেয়ার জন্য। চমৎকার কাজ করেছে। আমি চাই, আপনাদের প্রেসিডেন্ট যে চিকিৎসায় সেরে উঠেছেন, আপনারাও সেই একই চিকিৎসা পান।”
ট্রাম্প তার বক্তব্যে করোনা ভাইরাস বিস্তারের জন্য আবারও চীনকে দায়ী করে বলেন, এজন্য দেশটিকে কঠোর ফল ভোগ করতে হবে। ট্রাম্পের চিকিৎসক শন কোনলি জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টের শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি। চারদিনের বেশি সময় ধরে জ্বরও নেই। গত শুক্রবার করোনা শনাক্তের পর, হাসপাতালে ভর্তি হন ডোনাল্ড ট্রাম্প। তিনদিন চিকিৎসা নিয়ে হোয়াইট হাউসে ফিরেন তিনি। এদিকে, ট্রাম্প হাসপাতাল থেকে ফেরার পর হোয়াইট হাউসে চালু হয়েছে নতুন সুরক্ষা নিয়ম।