Home আন্তর্জাতিক মিয়ানমারে জান্তা শাসনের বিরুদ্ধে লড়াইয়ের বিদ্রোহীদের প্রস্তুতি

মিয়ানমারে জান্তা শাসনের বিরুদ্ধে লড়াইয়ের বিদ্রোহীদের প্রস্তুতি

দখিনের সময় ডেস্ক:

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় প্রদেশ কারেনের গহিন জঙ্গলে গোপন ক্যাম্পে জান্তাবিরোধী বিদ্রোহীরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সবচেয়ে পুরনো সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সদস্যরা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। কীভাবে দ্রুততার সঙ্গে রাইফেলে গুলি ভরে তা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিশানা করতে হয়; কিংবা হাতে বানানো বোমার খুঁটিনাটি জ্ঞান থেকে শুরু করে যুদ্ধবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিদ্রোহীদের।

কারেনের জঙ্গলসহ দেশজুড়ে এ রকম বেশ কিছু গোপন ক্যাম্পে বর্তমানে চলছে ক্ষমতাসীন জান্তার বিরুদ্ধে মিয়ানমারের গণতন্ত্রকামী বেসামরিক জনগণের যুদ্ধের প্রশিক্ষণ ও প্রস্তুতি। রয়টার্সের কাছে সম্প্রতি কারেনের প্রশিক্ষণ ক্যাম্পের কিছু বিরল ছবি ও ফুটেজ এসেছে। এসব ফুটেজে যেসব বেসামরিক তরুণ-তরুণীকে দেখা যাচ্ছে, তাদের বেশিরভাগই চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের আগ পর্যন্ত নেইপিদো, ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে চাকরি করতেন। পরতেন নাম করা ব্র্যান্ডের রঙিন জামাকাপড়। কিন্তু সামরিক বাহিনীর অভ্যুত্থান সব বদলে দিয়েছে।

ক্যাম্পে সামরিক প্রশিক্ষণে অংশ নিতে আসা তরুণ-তরুণীরা অভ্যুত্থানের পর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন; কিন্তু যখন তারা দেখতে পান- নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, সেই সময় তাদের উপলব্ধি হয়- সামরিক প্রশিক্ষণ ছাড়া জান্তা বাহিনীকে টলানো যাবে না। রয়টার্স তাদের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে গত সেপ্টেম্বরে। জঙ্গলে প্রশিক্ষণ নেওয়া দল এবং দেশব্যাপী অন্যান্য বেসামরিক ডিফেন্স ফোর্স সম্পর্কে মন্তব্য চেয়ে সামরিক জান্তা সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কেউ-ই মন্তব্য করতে রাজি হননি। ক্যাম্পে প্রশিক্ষণে অংশ নিতে আসা সাবেক এক ফিটনেস ট্রেনার রয়টার্সকে বলেন, ‘হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া এ মুহূর্তে আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments