Home শীর্ষ খবর স্বামীর বয়স ৪২, স্ত্রীর ১০৩ বছর!

স্বামীর বয়স ৪২, স্ত্রীর ১০৩ বছর!

দখিনের সময় ডেস্ক:

স্বামী আব্দুল হাকিমের বয়স ৪২ বছর আর স্ত্রী সালমার বয়স ১০৩ বছর ১৪ দিন। এ তথ্য জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। ফলে স্বামীর থেকে স্ত্রী ৬১ বছরের বড়। এ ঘটনা পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়। এ নিয়ে এলাকাবাসীর হাস্যরসের সৃষ্টি হয়েছে।  সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন। খবর সূত্র: ঢাকাপোস্ট।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ মিয়ার ছেলে দিনমজুর আব্দুল হাকিম। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আব্দুল হাকিমের জন্ম ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসেবে তার বয়স ৪২ বছর ৯ মাস ৩ দিন। অন্যদিকে সালমার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে হিসেবে সালমার বয়স ১০৩ বছর ১৪ দিন। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা স্বামী আব্দুল হাকিমের থেকে ৬১ বছরের বড়।

ভুক্তভোগী গৃহবধূ সালমা বলেন, এতে আমার কোনো সুখ-দুঃখ নেই। প্রকৃতপক্ষে আমার বয়স ৩২ বছর। সে হিসেবে আমার জন্ম তারিখ ১৯৮৮ সালের ৯ ডিসেম্বর। পরিচয়পত্র সংশোধনের জন্য অফিসে গিয়েছিলাম। তিন-চার হাজার টাকা লাগবে বলেছে। এত টাকা নেই। তাই বিষয়টি নিয়ে অযথা চিন্তা করছি না। লোকে যা বলে বলুক, কিছু করার নেই।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বলেন, কাগজপত্রের ত্রুটির কারণে এমন ভুল হতে পারে। ভুল হলেও অনেক আগে হয়েছে। হঠাৎ যেকোনো প্রয়োজনে বিষয়টি সামনে আসে। জেলা নির্বাচন কর্মকর্তা সরকারি কাজে বাইরে থাকায় পরবর্তীতে সংশোধন করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মো. সাবেরুল ইসলাম বলেন, স্যার ভারতে গেছেন। আগামী মাসের ৫-৬ তারিখের মধ্যে আসবেন। ওই মহিলার আইডি কার্ডের বয়স সংশোধনের জন্য পৌরসভার মেয়রের প্রত্যয়ন, সালমা বেগমের অনলাইন জন্মসনদ কপি ও স্বামীর আইডি কার্ড লাগবে। এ জন্য ব্যাংকে ৩৫০ টাকার পে-অর্ডার দিতে হবে। এ ছাড়া সঠিক বয়স প্রমাণের জন্য সিভিল সার্জনের একটা প্রত্যয়ন লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments