Home শীর্ষ খবর হায়, এবার বাড়ছে গ্যাস বিদ্যুৎ সারের দাম!

হায়, এবার বাড়ছে গ্যাস বিদ্যুৎ সারের দাম!

দখিনের সময় ডেস্ক:

ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাবে সেবা ও বিভিন্ন দ্রব্যের মূল বৃদ্ধির ক্ষত কাটতে না কাটতেই এবার বাড়ছে গ্যাস বিদ্যুৎ সারের দাম! আগামী বাজেটের ভারসাম্য ঠিক রাখতে ও ভর্তুকি সহনীয় পর্যায়ে রেখে সার, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয়ের (বাড়ানো) সুপারিশ এসেছে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘আর্থিক, মুদ্রা ও মুদ্রাবিনিময় হারসংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল’ এবং ‘বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়।

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’কে মাথায় রেখে আগামী ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। দেশের সবাইকে ডাবল ডোজ টিকা দেওয়ার পাশাপাশি ‘বুস্টার ডোজ’ প্রয়োগে আগামী বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দের কথা সরকার ভাবছে বলে জানাগেছে। আগামীতেও উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে চায় সরকার। বর্তমান বাজেটে (২০২১-২২) জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এই হার ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। করোনা মহামারী সত্ত্বেও গত বছর ভালো প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। এ বছর শেষেও কাক্ষিত প্রবৃদ্ধি অর্জন হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) সর্বশেষ প্রতিবেদনে ছয় বছরে বাংলাদেশ থেকে অন্তত সোয়া চার লাখ কোটি টাকা পাচারের কথা উঠে এসেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ জন্য ব্যবসা-বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধ করতে বন্ডেড ওয়্যার হাউসগুলোকে অটোমেশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সঞ্চয়পত্রের সুদ কমায় সরকারি ব্যয় কমেছে। সরকার সম্প্রতি সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে। এতে সরকারের সুদ বাবদ খরচ কমেছে, যা সামগ্রিকভাবে বাজেট ব্যয় কমানো ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে আইএমএফ। গতকালের বৈঠকে এ বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ বিভাগের কর্মকর্তারা। বিষয়টিকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই বিবেচনায় নেওয়া হয় বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments