Home শীর্ষ খবর আইভীর হ্যাটট্রিক

আইভীর হ্যাটট্রিক

দখিনের সময় ডেস্ক:

হ্যাটট্রিক করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী পরপর তৃতীয়বার মেয়র পদে নির্বাচিত হয়েছেন তিনি। ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীক পেয়েছে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি প্রতীক পেয়েছে ৯২ হাজার ১৭১ ভোট। এতে সেলিনা হায়াৎ আইভী ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে নির্বাচনে জয় পেয়েছেন।

আজ রবিবার(১৬জানুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৯২টি ভোটকেন্দ্রে এই ভোট শুরু হয়। ইসি সচিবের তথ্যমতে, নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে।

এর আগে, ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। জয়ীও হন বিপুল ভোটে। টানা আট বছর পৌর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভি। তারপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হলে মেয়র নির্বাচিত হন।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন তিনি। তাতে আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানকে ১ লাখেরও বেশী ভোটে পরাজিত করে নগর ভবনের দায়িত্ব পান সেলিনা হায়াৎ আইভি। এরপর ২০১৬ সালে সেলিনা হায়াৎ আইভীর ওপর আবারও আস্থা রাখেন নারায়ণগঞ্জবাসী। প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন। এবার অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে পরাজিত করে টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সরকারি বাসভবন...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এখন কলকাতার

দখিনের সময় ডেস্ক: অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। একটি মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে।...

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম ৫ দিনের রিমান্ডে

দখিনের সময় ডেস্ক: রাজধানীর ধানমন্ডি থানার কিশোর হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১ অক্টোবর)...

বড় নিয়োগ আসছে পুলিশ-বিজিবি-আনসারে

দখিনের সময় ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন– কর্মস্থলে না ফেরায় শিগগিরই পুলিশ, বিজিবি ও আনসারে বড় নিয়োগের ঘোষণা আসছে।...

Recent Comments