Home বিশেষ প্রতিবেদন কয়লা ‍উত্তোলনে অনীহা, আগ্রহ আমদানীতে

কয়লা ‍উত্তোলনে অনীহা, আগ্রহ আমদানীতে

আলম রায়হান:

দেশের খনিতে বিপুল পরিমান কয়লা মজুদ থাকার পরও আমদানি করে বিদ্যুৎকেন্দ্র চালানো হচ্ছে। দেশে বর্তমানে পাঁচটি খনিতে ৭ হাজার ৮০৩ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। এ তথ্য খোদ বলে তথ্য জ্বালানি বিভাগের। উত্তোলন না করে আমদানীর ধারা অব্যাহত রাখলে জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়বে দেশ। এ আশংকা বিশিষ্টজনদের।

যে কটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে বা নিমার্ণাধীন রয়েছে সেগুলোর দীর্ঘ সময়ের জ্বালানি হিসেবে এই মজুদ কয়লা ব্যবহার করা যাবে। অথচ এসব কয়লা উত্তোলনে সরকারের তেমন আগ্রহ নেই। আগ্রহ কেবল আমদানিতে। সূত্রমতে, আমদানীতের সঙ্গে বিপুল অংকের নগদ নারায়নের যোগসুত্র রয়েছে। এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম বলেন, শুধু কয়লা নয়, অন্যান্য জ্বালানিও আমদানিতে আগ্রহী সবাই। এলএনজি, জ্বালানি তেলসহ সব ধরনের জ্বালানি আমদানিতে নীতিনির্ধারকদের আগ্রহ লক্ষ্যণীয়। এ কারণেই দেশের খনিজসম্পদ উত্তোলন ও তার সঠিক ব্যবস্থাপনায় চরম অবহেলা দৃশ্যমান। আমদানিতে নিশ্চয়ই কোনো লাভ আছে।

বিশাল মজুদ সত্ত্বেও এ পর্যন্ত দিনাপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ছাড়া অন্য কোনো খনি থেকে কয়লা উত্তোলন করা হয়নি। ১৯৮৫ সালের আবিস্কৃত এ খনিতে প্রায় ৩৯০ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়। তাও সেটা খনির পাশেই স্থাপিত কয়লা বিদ্যুৎকেন্দ্রের চাহিদা পূরণ করতে পারছে না। অর্থাৎ চাহিদার অর্ধেক কয়লাও খনি থেকে উত্তোলন করতে পারছে না বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। সূত্র জানায়, বড়পুকুরিয়া খনির সেন্ট্রাল বেসিন থেকে প্রতিবছর গড়ে ০.৮ লাখ টন কয়লা উত্তোলন হচ্ছে। যা বড়পুকুরিয়ার ৬২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চাহিদার তুলনায় খুব কম। এরই মধ্যে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক আরেকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছে। এই কেন্দ্রের প্রয়োজনীয় সব কয়লা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হচ্ছে।

দিনাজপুরের নবাবগঞ্জে ১৯৯৫ সালের দীঘিপাড়া কয়লা খনি আবিষ্কৃত হয়। জ্বালানি বিভাগের তথ্য বলছে, এই খনিতে প্রায় ৭০৬ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। ১৯৯৭ সালে আবিষ্কৃত হয় দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনি। এই খনিতে মজুদ কয়লার পরিমাণ ৫৭২ মিলিয়ন টন। রংপুরের পীরগঞ্জের খালাসপীর এলাকায় ১৯৮৯ সালে আরেকটি কয়লা খনি আবিষ্কার হয়। এখানে ৬৮৫ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। জয়পুরহাটে ১৯৬২ সালে জামালগঞ্জ খনি আবিষ্কার হয়। জামালগঞ্জ খনিতে ৫ হাজার ৪৫০ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া খনির সেন্ট্রাল বেসিন থেকে কয়লা উত্তোলনে একটি জরিপ করা হয়েছে। সেই জরিপ অনুযায়ী, শুধু বড়পুকুরিয়া থেকেই বছরে প্রায় ১০ টন করে প্রায় ৩০ বছর ১৭০ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা যেতে পারে। দীঘিপাড়া কয়লা ক্ষেত্রে কর্তৃপক্ষ একটি স্টাডি করে যে তথ্য পেয়েছে, তাদের মজুদ ৭০৬ মিলিয়ন টন কয়লা থেকে বার্ষিক তিন মিলিয়ন টন হারে প্রায় ৩০ বছরে ৯০ টন উত্তোলন করা যাবে। এ ছাড়া জামালগঞ্জ খনি থেকে প্রায় ৫ হাজার ৪৫০ মিলিয়ন টন এবং খালাসপীর ক্ষেত্র থেকে প্রায় ৬৮৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা সম্ভব।

জ্বালানি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দেশের খনিজসম্পদ উত্তোলনের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে রাজনৈতিক সিদ্ধান্ত খুব জরুরি। রাজনৈতিক সিদ্ধান্ত না এলে কয়লা উত্তোলন করা কঠিন। সে ক্ষেত্রে জ্বালানি চাহিদা পূরণে আমদানি করতেই হবে। তবে এখন দেশীয় খনিজসম্পদ অনুসন্ধান ও উত্তোলনেও সরকার আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। কারণ সামনের দিনগুলোতে তীব্য জ্বালানি সংকটের আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments