Home শীর্ষ খবর তিতাস গ্যাসে লাগামহীন দুর্নীতি, রহস্যজনক বকেয়া ৬ হাজার কোটি টাকা

তিতাস গ্যাসে লাগামহীন দুর্নীতি, রহস্যজনক বকেয়া ৬ হাজার কোটি টাকা

আলম রায়হান:

তিতাস গ্যাসে লাগামহীন দুর্নীতি চলছেই। বছর দেড়েক আগে দুর্নীতির প্রধান ২২টি খাত চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে, বকেয়া খাত। রহস্যজনক এ খাতে সম্প্রতি বকেয়ার পরিমান দাড়িয়েছে ৬ হাজার ৩৬৫ কোটি ৪৭ লাখ টাকা। সূত্রমতে, বকেয়া দেখিয়ে সংস্থার উচ্চ মহলে বিরাট অংকের টাকা ভাগাভাগি চলে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানিয়েছে, সরকারী গ্রাহকদের কাছে তিতাস গ্যাসের বকেয়ার পরিমান হচ্ছে ৭৪৫ কোটি টাকা। এর মধ্যে শীর্ষে রয়েছে পিডিবি ও ইজিসিবি। বেসরকারী গ্রাহকদের কাছে তিতাস গ্যাসের রয়েছে বিশাল অংকের টাকা। এর পরিমান ৫ হাজার ৬২০ কোটি টাকা। মামলাধীন গ্রাহকদের কাছে বকেয়ার পরিমান হচ্ছে ১ হাজার ৩শ’ কোটি টাকা। সংশ্লিষ্টদের যোগসাজশের কারণে বকেয়ার ছদ্মা বরণে অর্থ লোপাট চলছেই। সূত্রমতে, বিপুল অংকের এই টাকা আদায় হবার সম্ভাবনা ক্ষীণ বলে।

বেসরকারী গ্রাহকদের মধ্যে বকেয়ায় শীর্ষে রয়েছে আবাসিক খাত, প্রায় ১৮ শ’ ৪০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বকেয়া বিদ্যুৎ খাতে, অন্তত ১ হাজার ২২১ কোটি টাকা। এরপরই অবস্থান ক্যাপটিভ পাওয়ার খাত। এখাতে বকেয়া ৮ শ’ ৩১ কোটি টাকা। শিল্পখাতে বকেয়া ১১শ’ ৯০ কোটি টাকা। সিএনজি ফিড গ্যাস খাতে বকেয়া ৪শ’ ৪১ কোটি টাকা।

দুদকের প্রতিবেদনে তিতাসের দুর্নীতির প্রধান খাতগুলো হলো অবৈধ সংযোগ, নতুন সংযোগে অনীহা এবং অবৈধ সংযোগ বৈধ না করা, অবৈধ লাইন পুনঃসংযোগ, অবৈধ সংযোগ বন্ধে আইনগত পদক্ষেপ না নেওয়া, অদৃশ্য হস্তক্ষেপে অবৈধ সংযোগ, গ্যাস সংযোগে নীতিমালা অনুসরণ না করা, বাণিজ্যিক শ্রেণির গ্রাহককে শিল্পশ্রেণির গ্রাহক হিসেবে সংযোগ প্রদান, মিটার টেম্পারিং, অনুমোদনের অতিরিক্ত বয়লার ও জেনারেটরে গ্যাস সংযোগ, মিটার বাইপাস করে সংযোগ প্রদান সংক্রান্ত দুর্নীতি, এস্টিমেশন অপেক্ষা গ্যাস কম সরবরাহ করে সিস্টেম লস দেখানো, ইচ্ছাকৃতভাবে ইভিসি (ইলেকট্রনিক ভলিউম কারেক্টর) না বসানো ইত্যাদি। এসব দুর্নীতি প্রতিরোধে কমিশনের প্রতিবেদনে ১২ দফা সুপারিশ করা হয়েছে।

সূত্রমতে, দুদকের এইসব সুপারিশ বাস্তবায়নের পথে মোটেই আগায়নি। বরং এক ধরনের গোপন করার প্রবণতা আছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের মধ্যে। বিশেষ করে গ্রাহকদের কাছে বিপুল অংকের টাকা বকেয়া থাকার বিষয়ে তিতাসের কেউই মুখ খুলতে চাচ্ছেন না। এ ব্যাপারে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: হারুনুর রশিদ মোল্লাহ্ সঙ্গে তার অফিসে যোগাযোগ করা হলে তিনি কোন ধরনের তথ্য জানাতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি প্রকারন্তরে অসৌজন্য আচরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments