Home শীর্ষ খবর তিতাস গ্যাসে লাগামহীন দুর্নীতি, রহস্যজনক বকেয়া ৬ হাজার কোটি টাকা

তিতাস গ্যাসে লাগামহীন দুর্নীতি, রহস্যজনক বকেয়া ৬ হাজার কোটি টাকা

আলম রায়হান:

তিতাস গ্যাসে লাগামহীন দুর্নীতি চলছেই। বছর দেড়েক আগে দুর্নীতির প্রধান ২২টি খাত চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে, বকেয়া খাত। রহস্যজনক এ খাতে সম্প্রতি বকেয়ার পরিমান দাড়িয়েছে ৬ হাজার ৩৬৫ কোটি ৪৭ লাখ টাকা। সূত্রমতে, বকেয়া দেখিয়ে সংস্থার উচ্চ মহলে বিরাট অংকের টাকা ভাগাভাগি চলে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানিয়েছে, সরকারী গ্রাহকদের কাছে তিতাস গ্যাসের বকেয়ার পরিমান হচ্ছে ৭৪৫ কোটি টাকা। এর মধ্যে শীর্ষে রয়েছে পিডিবি ও ইজিসিবি। বেসরকারী গ্রাহকদের কাছে তিতাস গ্যাসের রয়েছে বিশাল অংকের টাকা। এর পরিমান ৫ হাজার ৬২০ কোটি টাকা। মামলাধীন গ্রাহকদের কাছে বকেয়ার পরিমান হচ্ছে ১ হাজার ৩শ’ কোটি টাকা। সংশ্লিষ্টদের যোগসাজশের কারণে বকেয়ার ছদ্মা বরণে অর্থ লোপাট চলছেই। সূত্রমতে, বিপুল অংকের এই টাকা আদায় হবার সম্ভাবনা ক্ষীণ বলে।

বেসরকারী গ্রাহকদের মধ্যে বকেয়ায় শীর্ষে রয়েছে আবাসিক খাত, প্রায় ১৮ শ’ ৪০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বকেয়া বিদ্যুৎ খাতে, অন্তত ১ হাজার ২২১ কোটি টাকা। এরপরই অবস্থান ক্যাপটিভ পাওয়ার খাত। এখাতে বকেয়া ৮ শ’ ৩১ কোটি টাকা। শিল্পখাতে বকেয়া ১১শ’ ৯০ কোটি টাকা। সিএনজি ফিড গ্যাস খাতে বকেয়া ৪শ’ ৪১ কোটি টাকা।

দুদকের প্রতিবেদনে তিতাসের দুর্নীতির প্রধান খাতগুলো হলো অবৈধ সংযোগ, নতুন সংযোগে অনীহা এবং অবৈধ সংযোগ বৈধ না করা, অবৈধ লাইন পুনঃসংযোগ, অবৈধ সংযোগ বন্ধে আইনগত পদক্ষেপ না নেওয়া, অদৃশ্য হস্তক্ষেপে অবৈধ সংযোগ, গ্যাস সংযোগে নীতিমালা অনুসরণ না করা, বাণিজ্যিক শ্রেণির গ্রাহককে শিল্পশ্রেণির গ্রাহক হিসেবে সংযোগ প্রদান, মিটার টেম্পারিং, অনুমোদনের অতিরিক্ত বয়লার ও জেনারেটরে গ্যাস সংযোগ, মিটার বাইপাস করে সংযোগ প্রদান সংক্রান্ত দুর্নীতি, এস্টিমেশন অপেক্ষা গ্যাস কম সরবরাহ করে সিস্টেম লস দেখানো, ইচ্ছাকৃতভাবে ইভিসি (ইলেকট্রনিক ভলিউম কারেক্টর) না বসানো ইত্যাদি। এসব দুর্নীতি প্রতিরোধে কমিশনের প্রতিবেদনে ১২ দফা সুপারিশ করা হয়েছে।

সূত্রমতে, দুদকের এইসব সুপারিশ বাস্তবায়নের পথে মোটেই আগায়নি। বরং এক ধরনের গোপন করার প্রবণতা আছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের মধ্যে। বিশেষ করে গ্রাহকদের কাছে বিপুল অংকের টাকা বকেয়া থাকার বিষয়ে তিতাসের কেউই মুখ খুলতে চাচ্ছেন না। এ ব্যাপারে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: হারুনুর রশিদ মোল্লাহ্ সঙ্গে তার অফিসে যোগাযোগ করা হলে তিনি কোন ধরনের তথ্য জানাতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি প্রকারন্তরে অসৌজন্য আচরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments