Home বিশেষ প্রতিবেদন দীর্ঘ হচ্ছে বেকারের মিছিল,  হতাশায় নিমজ্জিত অনেকে

দীর্ঘ হচ্ছে বেকারের মিছিল,  হতাশায় নিমজ্জিত অনেকে

বিশেষ প্রতিনিধি:

বেকারদের মিছিল বাড়ছে। ‘অশিক্ষিত’ বেকার তো দূরের কথা, চাকরি হয় না লাখ লাখ ‘শিক্ষিত’ বেকারেরও।  বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে পাস করা শিক্ষার্থীদের ৬৬ শতাংশ অর্থাৎ দুই-তৃতীয়াংশই বেকার থাকছেন। ২১ শতাংশ শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি পান। ৭ শতাংশ শিক্ষার্থী এখনো অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর বা কারিগরি শিক্ষা গ্রহণ করছেন কিংবা প্রশিক্ষণ নিচ্ছেন। ৩ শতাংশ স্ব-উদ্যোগে কিছু করছেন।

দেশে প্রতিবছর উচ্চতর ডিগ্রি সম্পন্ন করছে লাখ লাখ তরুণ। তাদের চোখে-মুখে থাকে একটা চাকরির স্বপ্ন; বিশেষ করে সরকারি চাকরি। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিয়োগ পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ে তারা। মাসে ৪-৫টির বেশি পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে পড়েন অনেকে, কিন্তু চাকরি আর হয় না। এই হতাশা ও ভবিষ্যতের দুশ্চিন্তায় পড়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নেন। বেকারত্ব ঘোচাতে অবৈধ পথে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাও করছেন অনেকে। অবৈধ পথে যাওয়ার কারণে মৃত্যুর পাশাপাশি গ্রেপ্তারও হতে হচ্ছে তাদের। সম্প্রতি ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার সময় প্রচণ্ড ঠাণ্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর জানান, বেকারত্ব কমাতে প্রথমত সরকারকে সময়োপযোগী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলে ভালো হয়। যদিও সেটি কঠিন কাজ। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। দেশে বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে। অনিশ্চয়তা দূর করতে হবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যাঁরা বেকার থাকছেন, তাঁদের অধিকাংশই ব্যবসায় প্রশাসন বিভাগের বাইরে অন্যান্য বিষয়ে পড়াশোনা করা। অর্থাৎ ব্যবসায় প্রশাসনে পড়া শিক্ষার্থীরাই তুলনামূলকভাবে বেশি চাকরি পাচ্ছেন। নিজস্ব উদ্যোগে কাজ করা ক্ষেত্রেও ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইসরায়েলে গোলাগুলিতে গুরুতর আহত কয়েকজন সেনা

দখিনের সময় ডেস্ক: ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে জাফায় গোলাগুলিতে কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। ইসরায়েলি সেনা সূত্রে এ খবর দিয়েছে...

গুঞ্জন কাটিয়ে ফিরছেন তামিম,  মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে  

দখিনের সময় ডেস্ক: তামিম ইকবালকে নিয়ে গতমাসে ছিলো ব্যাপক গুঞ্জন। শোনা যাচ্ছিল, টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে। নতুন করে দায়িত্ব নিবেন ক্রিকেট বোর্ডের...

এক রাতে ইসরায়েলে ১৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

দখিনের সময় ডেস্ক: মঙ্গলবার রাতজুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে...

ইসরায়েলে হামলা শুরুর পর তেহরানে উৎসব

দখিনের সময় ডেস্ক: ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে...

Recent Comments