Home শীর্ষ খবর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অপরাধী ধরবে পুলিশ

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অপরাধী ধরবে পুলিশ

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশ পুলিশ অপরাধীকে দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও নজরদারিতে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করতে যাচ্ছে। এ ছাড়া নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত প্রযুক্তিনির্ভর তদন্তে গড়ে তোলা হচ্ছে দক্ষ জনবল। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে স্থাপন করা হয়েছে সাইবার ও ডিজিটাল ফরেনসিক ও ক্রিমিন্যাল ইন্টিলিজেন্স অ্যানালাইসিস (সিআইএ) ল্যাব।

আনুষ্ঠানিকভাবে এই ল্যাব কার্যক্রম শুরু করলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ সূত্র বলেছে, দ্রুততম সময়ে অপরাধ তদন্ত ও অপরাধী শনাক্তকরণ, অপরাধ ও অপরাধী সম্পর্কিত তথ্য সংরক্ষণ, অরগানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম ও ফিন্যান্সিয়াল ক্রাইম ডিটেকশন, সাইবার স্পেস মনিটরিং ও সার্ভিলেন্সে পৃথক চারটি শাখায় একাধিক সেল সিআইএ ল্যাবে। এসব সার্ভিস একটি নির্দিষ্ট ডাটাবেজে সংযুক্ত থাকবে, যা ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানার বিভিন্ন অপরাধ, অপরাধের ধরন এবং অপরাধীর গতিবিধি পর্যবেক্ষণ ও অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারের কাজে সহায়তা করবে।

এ ছাড়া গ্রেপ্তার অপরাধীদের এবং সন্দেহভাজন ব্যক্তিদের ডিজিটাল প্রোফাইল তৈরি ও সংরক্ষণ করা হবে। এ জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন এবং ভেরিফিকেশন সিস্টেমকে (সিআইভিএস) যুগোপযোগী প্রযুক্তি, অপরাধের শ্রেণিবিন্যাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযোজন আপগ্রেডেশনের মাধ্যমে বর্তমানে সাসপেক্ট আইডেন্টিটিফিকেশন এবং ভেরিফিকেশন সিস্টেম চালু করা হবে, যা পরীক্ষামূলক চালু করা হয়েছে।

ডিজিটালাইজেশনের এই ধারাবাহিকতায় অপরাধ দমন ও প্রতিরোধে সন্দেহভাজন গ্রেপ্তারকৃত অপরাধীদের যাবতীয় তথ্য তাৎক্ষণিক এক ক্লিকে পেতে একটি ওয়ানস্টপ সার্ভিস প্ল্যাটফর্ম থাকবে। এর মাধ্যমে অপরাধীর পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডে ও তার বাসস্থান সম্পর্কে সহজেই তথ্য পাওয়া সম্ভব হবে। তা ছাড়া পুলিশ ভেরিফিকেশন, অজ্ঞাত মৃতদেহ শনাক্তকরণসহ অন্যান্য তথ্যাদিও পাওয়া যাবে এই সফটওয়্যারের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments