Home আন্তর্জাতিক রাশিয়ার ওপর সিঙ্গাপুরের এক গুচ্ছ নিষেধাজ্ঞা

রাশিয়ার ওপর সিঙ্গাপুরের এক গুচ্ছ নিষেধাজ্ঞা

দখিনের সময় ডেস্ক

ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় বিরল ব্যবস্থা নিল সিঙ্গাপুর। এ ঘটনায় পশ্চিমা দেশগুলোর মতো এশিয়ার দেশ সিঙ্গাপুরও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

এরই মধ্যে নিষেধাজ্ঞার আওতায় কী কী রয়েছে তার একটি তালিকাও ঘোষণা করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা ইউক্রেনীয়দের ক্ষতি করতে বা তাদের বশীভূত করার জন্য অস্ত্র হিসেবে সরাসরি ব্যবহার করা যেতে পারে এমন পণ্যগুলোর ওপর রফতানি নিয়ন্ত্রণ আরোপ করব। সেই সঙ্গে আক্রমণাত্মক সাইবার অপারেশনে অবদান রাখতে পারে এমন জিনিসগুলোও এই পদক্ষেপের আওতায় থাকবে।”

সিঙ্গাপুর যেসব বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-

১. সিঙ্গাপুর কাস্টমস রাশিয়ার সমস্ত পারমিট আবেদন প্রত্যাখ্যান করবে যার মধ্যে সামরিক পণ্য, ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং ‘টেলিকমিউনিকেশন এবং তথ্য নিরাপত্তা’ হিসেবে তালিকাভুক্ত সমস্ত আইটেম অন্তর্ভুক্ত রয়েছে।
২.ভিটিবি ব্যাংক, ভিইবি.আরএফ, প্রমসভিয়াজব্যাংক এবং ব্যাংক রোজিয়াসহ প্রধান রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে লেনদেন করা বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধের আওতায় থাকবে সিঙ্গাপুরের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান।
৩. সিঙ্গাপুর রুশ সরকার এবং সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া বা তাদের মালিকানাধীন যেকোনও সত্তার জন্য লেনদেন বা তহবিল সংগ্রহের সুবিধা নিষিদ্ধ করবে।
৪. সিঙ্গাপুর পরিবহন, টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে ডোনেটস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে আর্থিক সেবা প্রদান নিষিদ্ধ করবে।
৫. ডিজিটাল পেমেন্ট টোকেন সেবা প্রদানকারীরা যেকোনও লেনদেন সহজতর করা থেকে নিষিদ্ধ করা হয়েছে ‘যা এই আর্থিক ব্যবস্থাগুলোকে বাধা দিতে সাহায্য করতে পারে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা রাশিয়ার আগ্রাসনের নিন্দা করলেও আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে সিঙ্গাপুরই প্রথম দেশ, যে কিনা নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটল।

উল্লেখ্য, এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত সিঙ্গাপুরের পক্ষ থেকে অন্য কোনও দেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনা খুবই বিরল। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments