Home শীর্ষ খবর নদী রক্ষায় দূষণ রোধের উপর গুরুত্বারোপ

নদী রক্ষায় দূষণ রোধের উপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার:

নদী রক্ষার জন্য দূষণ রোধের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ঢাকার চারপাশে নদ-নদী, খাল-বিল, জলাশয় ও জলাধার দূষণরোধে পরিবেশ বিশেষজ্ঞদের মতবিনিময় সভায় এ গুরুত্বারোপ করা হয়।

আজ মঙ্গলবার (৮ মার্চ) কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, নদীর মলিক সবাই তাই রক্ষার দায়িত্ব সবাইকেই নিতে হবে। ঢাকার চারদিকের নদীগুলো দূষণ থেকে রক্ষা করার জন্য ঢাকা মহানগরীর বর্জ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন আলোচকরা।

মতবিনিময় সভায়  বক্তারা বলেন, নদী রক্ষায় সরকার নানান ধরনের উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে রিভার মাস্টার প্লানের আওতায় দখল ও দূষণ প্রতিরোধ এবং নাব্যতা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, নদীর দূষণ রোধের কার্যক্রম অধিকতর জোরদার করা প্রয়োজন। এজন্য বড় বাজেটের প্রকল্পের পরিবর্তে স্বল্প ব্যয়ে কার্যকর প্রকল্প গ্রহণের উপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. এস এম মনজুরুল হান্নান খান,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও পরিবেশে অধিদফতরের সাবেক পরিচালক  ড. ফাহমিদা খানম, সিনিয়র সাংবাদিক আলম রায়হান, নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম, নদী রক্ষা কমিশনের উপপ্রধান ড. মহিউদ্দিন কবীর মাহীন, সহকারী পরিচালক মো: তৌহিদুর রহমান, মোঃ আখতারুজ্জামান তালুকদার প্রমুখ। অনলাইনে রিসোর্স পার্সন হিসেবে মতবিনিময় সভায় সংযুক্ত হন মাকসুদ  সিনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইনস্টাগ্রামে ফাঁদে পড়ে হারালেন আড়াই কোটি টাকা

দখিনের সময় ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরাও এতে সক্রিয় হয়ে উঠেছে। নানা কৌশলে ব্যবহারকারীদের প্রতারিত করার মাধ্যমে অর্থ হাতিয়ে...

স্ট্যামিনা বাড়াতে কী খাবেন?

দখিনের সময় ডেস্ক: স্ট্যামিনা বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে চাপযুক্ত কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা। এটি আমাদের শরীরকে যেকোনো কাজ করার জন্য তৈরি রাখে।...

রসালো লেবু চেনার উপায়

দখিনের সময় ডেস্ক: লেবু সম্ভবত সবচেয়ে কম মূল্যের ফলগুলোর মধ্যে একটি। এটি সহজলভ্য, সারা বছর পাওয়া যায় এবং এর অসংখ্য ব্যবহার রয়েছে। ভেবে দেখুন, আমাদের...

কানের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: কানের ব্যথা ওটালজিয়া নামেও পরিচিত। এটি বেশ কষ্টদায়ক হতে পারে এবং কানে ব্যথার অর্থ হলো ভেতরের কোনো সমস্যার লক্ষণ প্রকাশ। সঠিক রোগ...

Recent Comments