Home অন্যান্য নির্বাচিত খবর চাঁদা না দেওয়ায় ‘ডিবি’ পরিচয়ে কারখানায় হামলা

চাঁদা না দেওয়ায় ‘ডিবি’ পরিচয়ে কারখানায় হামলা

দখিনের সময় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি ডাইং কারখানায় ডিবি পুলিশ পরিচয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে পাঁচ শ্রমিককে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ফতুল্লা থানার লালপুর এলাকায় চাঁদ নিট কম্পোজিট কারখানায় এ সন্ত্রাসী হামলা হয়।

ঘটনার পর অভিযুক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তারা হলেন- শাহাদাৎ হোসেন বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু। তারা ফতুল্লার সস্তাপুর ও লালপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ৬০ থেকে ৭০ জনের একদল সশস্ত্র যুবক কারখানার প্রধান ফটকে হামলা চালায়। এ সময় নিরাপত্তারক্ষী ও শ্রমিকরা বাধা দিলে তাদের ওপর আক্রমণ করে তারা। পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় পাঁচ শ্রমিককে। পরে ডিবি পুলিশের স্টিকার লাগানো একটি হাইয়েস গাড়ি থেকে ১০-১২ জন নেমে জোর করে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান।

শ্রমিকরা আরও জানান, হামলার সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই তিনজনকে আটক করে। হামলার নেতৃত্বদাতা বাচ্চু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর আগে সে জেলও খেটেছে।

হামলার ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জনি জানান, গত কয়েকদিন যাবত বাচ্চু ও তার লোকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় হামলাসহ তাকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরিও করেছেন। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments