Home শিক্ষা ক্যাম্পাস সি আর সি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার অন্য রকম ইফতার মাহফিল

সি আর সি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার অন্য রকম ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে কাম ফর রোড চাইল্ড (সি আর সি) এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ।  ১৮ এপ্রিল (সোমবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

এসময় কাম ফর রোড চাইল্ড (সি আর সি) এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ এবং সি আর সি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “কাম ফর রোড চাইল্ড (সি আর সি) মহান উদ্যোগে কাজ করে যাচ্ছে । আমি গর্ব বোধ করি আমার শিক্ষার্থীরা এভাবে দেশ এবং দশের ভালোর জন্য কাজ করে যাচ্ছে । তাদের এ কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি আত্মতৃপ্তি পাই।”

সংগঠনটির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী হাফিজুর রহমান বলেন, “একসাথে যুক্ত করিব পৃথিবী পথ শিশু মুক্ত এই স্লোগান কে ধারণ করে কাজ করছে সেচ্ছা সেবী সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সি আর সি)। আমরা সব সময় চেষ্টা করি আমাদের উদ্যোগের দ্ধারা সমজের সুবিধাবঞ্চিত শিশুদের, অসহায় মানুষের পাশে দাড়াতে। অনেক মহৎ হৃদয়ের মানুষ আমাদেরকে আর্থিক এবং মানসিক সহায়তা প্রদান করে আমাদের এ উদ্যোগ গুলো বাস্তবায়নে সহায়তা করে ।

সাধারণ সম্পাদক কিষাণ কুমার দে বলেন, আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং ইদ বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি ।প্রতিবারের ন্যায় এবারেও বেশ কিছু মুখে ইদের হাসি ফুটিয়ে তুলতে পারবো।

প্রচার সম্পাদক উম্মে রুমানা আর্নিকা বলেন, “আমরা প্রধানত বাচ্চাদের নিয়ে কাজ করি । প্রতিটি প্রোগ্রামে বাচ্চাদের হাসি মুখ গুলো যখন দেখি আমাদের সকল কষ্টকে সার্থক মনে হয় । আমরা চাই সুবিধা বঞ্চিত শিশুদেরকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে। তাদের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করে তাদেরকে সমাজের মূল ধারায় যুক্ত করতে ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিয়োগ দিচ্ছে ওয়ালটন

দখিনের সময় ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ ব্র্যান্ড ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।...

এক্স থেকে আয়ের সুযোগ

দখিনের সময় ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম টুইটার। দায়িত্ব নিয়েই টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ করার পাশাপাশি পুরনো নিয়মে একাধিক পরিবর্তন নিয়ে...

ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতার বিরুদ্ধে বহিষ্কৃত নেতার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত এক ছাত্রদল...

Recent Comments