Home ভোলা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ভোলায় এক যুবকের ৮ বছরের কারাদণ্ড

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ভোলায় এক যুবকের ৮ বছরের কারাদণ্ড

দখিনের সময় ডেস্ক:

ভোলার বোরহান উদ্দিনে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর দায়ে এক যুবককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনাল।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম ফারুক এই রায় দেন। এ সময় মামলার একমাত্র আসামি ওই যুবক আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অভিযুক্তকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেন আদালত।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. ইশতাক আহমেদ রুবেল জানান, ১৬৪ ধারার জবানবন্দি শেষে আসামিকে ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে এবং ২৮ এর ১ ধারায় ২ বছরের কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা এবং ৩১ এর ১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা কারাদণ্ড দিয়েছেন আদালত। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ২৫ অক্টোবর বিকেলে ভোলার বোরহান উদ্দিন উপজেলার এক যুবক থানায় তার ফেসবুক আইডি হ্যাক করে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করা হয়েছে বলে জিডি করতে আসেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে সন্দেহভাজন হিসেবে পটুয়াখালীর ২ কিশোরকে গ্রেপ্তার করে। এরপর ফেসবুকে কটূক্তির ঘটনায় বোরহান উদ্দিন থানার তৎকালীন এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে এই ৩ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এ ঘটনায় এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ২৭ অক্টোবর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে গুলিতে ৪ জন মারা যান। ২০২০ সালের ১৭ জানুয়ারি মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। পিবিআই পরিদর্শক মাহফুজুর রহমানের তদন্তকালে তথ্য-প্রযুক্তি ব্যবহার, জব্দকৃত মুঠোফোন ও অন্যান্য ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রেপ্তার এই ৩ জনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। পরবর্তীতে আদালত তাদের খালাস দেন।

মূলত কিশোরগঞ্জের ইটনা উপজেলার চাচুয়া গ্রামের এক যুবক ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এই কটূক্তি করেছিলেন। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেন। অর্থ আদায়ের জন্য ফেসবুক আইডিটি হ্যাক করলেও অর্থ না পেয়ে এ কাজ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments