Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। আজ সোমবার (২৫ এপ্রিল)  সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে Training on PPR বা পাবলিক প্রকিউরমেন্ট  রুলস বিষয়ের উপর এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামানভূঁইয়া।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন এবং অর্থ ও হিসাব শাখার সাবেক পরিচালক মোঃ আফসার আলী এফসিএমএ ।

দুই দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের চেয়ারম্যান, ৪টি হলের প্রাধ্যক্ষ ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দপ্তর প্রধানগণ এবং দ্বিতীয় দিনে বিভিন্ন দপ্তরের সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন। কর্মশালাটি আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৩ টায় শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments