Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ঈদকে সামনে রেখে চলছে ভেজাল সেমাই তৈরির ধুম

ঈদকে সামনে রেখে চলছে ভেজাল সেমাই তৈরির ধুম

দখিনের সময় ডেস্ক:

প্রতিবার ঈদ আসলেই সক্রিয় হয়ে ওঠে ভেজাল মানহীন সেমাই তৈরির এই চক্র।  ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরিতে মেতেছে অসাধু ব্যবসায়ীরা। কামরাঙ্গীরচরের পাড়ায় পাড়ায় এখন সেমাই তৈরির কারখানা। অধিক লাভের আশায় খণ্ডকালীন এই ব্যবসায় নেমে পরিচ্ছন্নতা আর মানকে যেন পাত্তাই দিচ্ছেন না তারা। বাস্তবতা জানলেও কর্তৃপক্ষ বলছে, তাদের সক্ষমতার ঘাটতির কথা।

কামরাঙ্গীরচরের পাড়ায় পাড়ায় এখন সেমাই তৈরির কারখানা! ঈদ উপলক্ষে খণ্ডকালীন ব্যবসায় নেমেছেন অনেকেই। মাস দুয়েকের কাজ হওয়ায় পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর নেই। ছাপরা ঘরে খোলা হাতেই চলছে সেমাইয়ের মণ্ড বানিয়ে মেশিনে দেওয়ার কাজ। যা কখনো পড়ছে মাটিতে, আর মেশিন থেকে বের করেও শুকাতে দেওয়া হচ্ছে অপরিষ্কার স্যাঁতস্যাতেঁ ঘরে।

এক কারখানা কর্মী বলেন, মালিক কোথায় আমি কীভাবে বলব? মালিকেরা আসে তাদের সময়মতো। এটা সোহান সেমাই। পাশের কারখানারও একই হাল। ঈদের বাড়তি চাহিদা মেটাতে পরিচ্ছন্নতা নিয়ে ভাবার সময় নেই। তাই সেমাইয়ের সঙ্গে ঘাম ধুলাবালি মিশে একাকার।

ঢাকার বাইরের অবস্থা আরও করুণ। অপরিচ্ছন্ন পরিবেশে নীলফামারীতে বানানো হচ্ছে লাচ্চাসহ নানা ধরনের সেমাই। যাদের নেই কোনো অনুমোদন। ভাজা হচ্ছে নিম্নমানের ডালডা আর পাম তেলে। এরপর চকচকে প্যাকেটে ঢুকে তা পৌঁছে যাচ্ছে ভোক্তার পাতে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (জনস্বাস্থ্য ও পুষ্টি) সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশের মতো দেশে আমাদের প্রচুর কাজ করতে হবে এবং একটু সময় লাগবে। একই সঙ্গে জনগণকে নিরাপদ খাদ্য গ্রহণে আমাদের এগিয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments