Home বিশেষ প্রতিবেদন গ্যাস সংকটে বেকায়দায় ইউরোপ, বাংলাদেশের সামনে কঠিন সময়

গ্যাস সংকটে বেকায়দায় ইউরোপ, বাংলাদেশের সামনে কঠিন সময়

আলম রায়হান:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে ইউরোপের অর্থনীতি। রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রমের ইউরোপীয় সহায়ক সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপে বেড়েই চলেছে গ্যাস সংকট। এদিকে গ্যাস নিয়ে বাংলাদেশর সামনে অপেক্ষা করছে কঠিন সময়।

রুশ গ্যাসের বিকল্প নিশ্চিত করতে ইউরোপের ওপর চাপ ক্রমেই বাড়ছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহে রাশিয়ার নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া রুশ গ্যাসলাইনগুলো বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে তীব্র গ্যাস-সংকটে পড়েছে ইউরোপের দেশগুলো। ফলে ইউরোপজুড়ে বেড়ে গেছে গ্যাসের দাম।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে মস্কো ইতোমধ্যে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এছাড়া ইউরোপের অন্য দেশগুলোও সামনে শীত মৌসুমের আগে নিজেদের ক্রমবর্ধমান গ্যাসের মজুদ পূরণের জন্য অস্থির হয়ে পড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব শুধু ইউরোপের নয়, পড়েছে বাংলাদেশেও। এর সঙ্গে যুক্ত হয়েছে নিজস্ব উৎপাদন হ্রাস পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ ও ২০২৪ সালে জ্বালানী খাতে বাংলাদেশ কঠিন মসময়ের মধ্য দিয়ে যাবে। সংকটের এই সময় প্রলম্বিত হবার আশংকা রয়েছে বলে সূত্র জানিয়েছে। এদিকে একটি সূত্র বলছে, যেকোন মূল্যে জ্বালানী সংকট দূর করতে চায় সরকার। এ জন্য ছাতক ও ভোলাসহ অভ্যন্তরিণ উৎপাদন বৃদ্ধিসহ সৌদী আরবের সহায়তা নেবার জোর চেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

Recent Comments