Home শীর্ষ খবর কলকাতায় আবাসন খাতে বিপুল বিনিয়োগ করেছেন পি কে হালদার

কলকাতায় আবাসন খাতে বিপুল বিনিয়োগ করেছেন পি কে হালদার

দখিনের সময় ডেস্ক:

গ্রেফতারের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। রবিবার রাতভর এবং সোমবার (১৬ মে) দিনভর জেরায় উঠে এসেছে কলকাতাসংলগ্ন রাজারহাট, নিউটাউনে পি কের বিপুল বিনিয়োগের কথা। যা শুনে রীতিমতো তাজ্জব হয়ে গেছেন তদন্তকারী অফিসাররা।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে পাচারের অভিযোগে গত শনিবার পশ্চিমবঙ্গে বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে গ্রেফতার করে ভারতের আর্থিকবিষয়ক গোয়েন্দা সংস্থা ইডি। এরপর থেকে তিনি সেখানে রিমান্ডে রয়েছেন।

জেরা-পালটা জেরায় উঠে এসেছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে পি কের রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগের তথ্য। জানা গেছে, কলকাতার উপকণ্ঠে সল্টলেক লাগোয়া রাজারহাট, নিউটাউন বর্ধিষ্ণু এলাকা। কলকাতা বিমানবন্দরের খুব কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে রিয়েল এস্টেট ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। দামও চড়া। অনেকেই এই অঞ্চলে বিনিয়োগ করছেন দ্রুত কোটি কোটি টাকা উপার্জন করতে। প্রশান্ত কুমার হালদার এ রকমই কিছু রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন স্থানীয় কয়েক জনের মাধ্যমে। কয়েকটি ক্ষেত্রে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন পি হালদারের সঙ্গে গ্রেফতার হওয়া স্বপন মৈত্র ও উত্তম মৈত্র।

জানা গেছে, রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে অভিনব কৌশল অবলম্বন করেছেন পি কে। কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে সেখানে তিনি নিজেকে দেখাচ্ছেন ভাড়াটিয়া হিসেবে। কৌশলটা কী?  দীর্ঘমেয়াদি ভাড়াটিয়া হতে গেলে ফ্ল্যাটের যা দাম তার কাছাকাছি অর্থ বিনিয়োগ করে ৩০-৪০ বা ৫০ কিংবা ৯৯ বছরের জন্য লিজ নেওয়া যায়। লিজের সেই টাকা সরকারি ভাবে দেখানো হয় না। এ হিসেব জানেন শুধু ফ্ল্যাটের মালিক এবং লিজ ভাড়াটিয়া। এক্ষেত্রে মালিকের সরাসরি আর ঐ ফ্ল্যাটে বা সম্পত্তিতে অধিকার থাকে না। লিজ ভাড়াটিয়া ঐ সম্পত্তি অন্য কাউকে পুনরায় লিজ দিতে পারেন।

বাজারদর অনুযায়ী মোটা অর্থের বিনিময়ে এসব হস্তান্তর হয়। হস্তান্তর বাবদ চুক্তিতে সই করার জন্য মালিক কিছু টাকা পান। সময়ের সঙ্গে এই অর্থের পরিমাণ বাড়ে। তদন্তকারীরা বলছেন, সুচতুরভাবে নিজের টাকা লুকিয়ে রাখতে প্রশান্ত কুমার কিছু ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করেছেন। বহু জায়গায় এভাবে কলকাতায় সম্পত্তি করাটা তার পক্ষে অসম্ভব না। কোথায় কোথায় তিনি এভাবে সম্পত্তি করেছেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতীতের মতো আগামীতেও অপচেষ্টা ব্যর্থ হবে: জামায়াত আমির

দখিনের সময় ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তারা পতিত স্বৈরাচারের পক্ষে অপচেষ্টা...

সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কৃষ্ণ কাজ করছিল: নাহিদ

দখিনের সময় ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশে এ...

চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর...

যেভাবে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে কারাগারে...

Recent Comments