Home নির্বাচিত খবর কিশোরীকে ভালোবাসার কথা জানিয়ে স্কুলে হামলা চালায় রামোস

কিশোরীকে ভালোবাসার কথা জানিয়ে স্কুলে হামলা চালায় রামোস

দখিনের সময় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যার আগে বন্দুকধারী এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদেবার্তায় এক কিশোরীকে জানিয়েছিল বলে জানিয়েছেন টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।

আজ বৃহস্পতিবার (২৬ মে) মার্কিন বার্তাসংস্থা সিএনএন জানায়, নিজের নানিকে গুলি করা ও রব এলিমেন্টারি স্কুলে হামলার পরিকল্পনার কথা মেটার কোনো এক প্ল্যাটফর্ম ব্যবহার করে এক জার্মান কিশোরীকে জানায় সালভাদোর রামোস। তবে এক্ষেত্রে ফেসবুক না ইন্সটাগ্রাম ব্যবহার করা হয়েছিলো তা জানায়নি মেটা কর্তৃপক্ষ।

১৫ বছর বয়সী ওই জার্মান কিশোরী জানিয়েছে, গত ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোসের সাথে আলাপ হয় তার। সোমবার (২৪ মে) গোলাবারুদের একটি প্যাকেট পাওয়ার কথা ওই কিশোরীকে জানায় সে।  মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টার দিকে রামোস ওই কিশোরীকে ফোন করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। এর ২০ মিনিট পর নিজের নানিকে গুলি করার কথা ক্ষুদেবার্তায় জানান তিনি। এরপর রব এলিমেন্টারি স্কুলে হামলার কথাও তাকে জানায় সে।

রামোসের ৬৬ বছর বয়সী নানি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। রামোস সহিংস ছিল না বলে দাবি করেছেন তার মা আদ্রিয়ানা রেয়েস।  এদিকে টেক্সাসের গভর্নর জানিয়েছেন, হামলাকারী আগে কোন অপরাধ করেছেন বা আগে থেকে তার মানসিক সমস্যা ছিলো- এখন পর্যন্ত এমন কোন পাওয়া যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কোনো স্কুলে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ছিল এটি। এর আগে ২০১২ সালে কানেকটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্র্বতী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি নির্বাচন — এমন...

সংঘাত এড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

দখিনের সময় ডেস্ক: শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দখিনের সময় ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকার যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের...

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

দখিনের সময় ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালে আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (২৫ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা...

Recent Comments