Home নির্বাচিত খবর মোরগেও মদ খায়,  না পেলেই  করে ‘অনশন’

মোরগেও মদ খায়,  না পেলেই  করে ‘অনশন’

দখিনের সময় ডেস্ক:

মোরগ মদ খায়! শুধু তাই নয়, মদ না পেলে মোরগটি রীতিমতো অনশন করে। অর্থাৎ সেদিন আর অন্য কোনো খাবার খায় না সে। অবিশ্বাস্য হলেও এমনই একটি মোরগের খোঁজ মিলেছে ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পিপারি গ্রামে।

মোরগটির মালিক পিপারি গ্রামে ভাউ কাটোরে। যিনি কোনো দিন মদ ছুঁয়ে দেখেননি, সেই তাঁকেই মোরগকে মদ খাওয়াতে প্রতি মাসে ২ হাজার টাকা করে খরচ হচ্ছে! এখন প্রশ্ন জাগতে পারে কীভাবে মোরগটি মাদকাসক্ত হলো? কাটোরে বলেন, হঠাৎ এক দিন মোরগটি খাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। তখন গ্রামেরই এক বাসিন্দা কাটোরেকে পরামর্শ দেন মহুয়ার মদ খাওয়ালে মোরগের স্বাস্থ্য ভালো হবে। ঠিক মতো খাবারও খাবে। এরপর তিনি খাবারের সঙ্গে কিছুটা মহুয়ার মদ মিশিয়ে দেন।

কাটোরে বলেন, সেই পরামর্শ যেন জাদুর মতো কাজ করেছিল! মদসহ খাবার খেয়ে নিয়েছিল মোরগটি। কিন্তু সেই কৌশল যে পরবর্তী সময়ে অভ্যাসে পরিণত হবে সেটা কল্পনাও করতে পারেননি তিনি। মোরগটির মালিক বলেন, কয়েক দিন খাবারের সঙ্গে মহুয়ার মদ এবং দেশি মদ মিশিয়ে দেওয়া হলে খাবার খেয়ে নিত মোরগটি। এভাবে ধীরে ধীরে মদে আসক্ত হয়ে পড়ে সেটি। তারপর থেকে মোরগটিকে নিয়মিত মদ খেতে দিতে হয়।

কাটোরে জানিয়েছেন, যে দিন মদ দেওয়া হবে না, সে দিন দানাপানিও ছুঁয়ে দেখবে না মোরগটি। তারপর থেকেই নিয়মিত দেশি মদ খাওয়াতে হচ্ছে মোরগটিকে। দেশি মদ না পেলে বিদেশি মদ দিতে হয় বলে জানিয়েছেন কাটোরে। আর এর জন্য মাসে ২ হাজার টাকা খরচ হচ্ছে তার। মোরগকে নেশা ছাড়াতে প্রাণিসম্পদ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন কাটোরে। চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন, মোরগকে ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে। যার গন্ধ অনেকটাই মদের মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments