Home বিশেষ প্রতিবেদন পদ্মা পাড়ে গড়ে উঠবে হংকংয়ের আদলে শহর, শরিয়তপুর-মাদারিপুরে হবে দুটি বিমানবন্দর

পদ্মা পাড়ে গড়ে উঠবে হংকংয়ের আদলে শহর, শরিয়তপুর-মাদারিপুরে হবে দুটি বিমানবন্দর

দখিনের সময় ডেস্ক:

পদ্মা সেতুর দুই পাড় মাওয়া ও জাজিরায় হংকংয়ের মতো শহর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এরিমধ্যে পাঁচ হাজার অতিথির ধারণক্ষমতার একটি কনভেনশন সেন্টার হচ্ছে। এর জন্য এরই মধ্যে জমি ঠিক করা হয়েছে। সেটিকে ঘিরে গড়ে উঠবে হোটেল-মোটেলসহ পর্যটন কেন্দ্র। এছাড়া একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণেরও পরিকল্পনা আছে সরকারের।

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। বিশ্বের অন্যতম বাণিজ্যিক এই নগরী গড়ে ওঠেছে পার্ল নদীর তীরে। এই শহরের আদলেই পদ্মার দুই তীরে স্যটেলাইট শহর গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে বলেছেন, পদ্মা সেতু হওয়ার পর জাজিরা হবে হংকং, সিঙ্গাপুরের মতো আধুনিক একটি শহর।

সরকার প্রধান শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে, ঢাকার জিরো পয়েন্ট থেকে জাজিরা ২৫ কিলোমিটার দূরে হবার কারণে সেখানে নতুন একটা আলাদা শহর গড়ে ওঠুক।  যে শহরটা হংকং বা ওই ধরনের আদলে হবে। সেটি মাথায় রেখেই পরিকল্পনা নিয়েছে সরকার। একটি অত্যাধুনিক সম্মেলন ও বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে।

মাদারিপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের তৈরি হবে একটি কনভেনশন সেন্টার। নদীর তীরে একটি জায়গাও ঠিক করেছে স্থানীয় প্রশাসন। সেটি হবে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। যেখানে মেলাসহ আন্তর্জাতিক নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। সেটিকে ঘিরে গড়ে উঠবে হোটেল-মোটেল, পর্যটন কেন্দ্রসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার এই কনভেনশন সেন্টারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব এসেছে। কিন্তু শেখ হাসিনা সেটি বঙ্গবন্ধুর নামে করার সুপারশি করেছেন।

এদিকে শরিয়তপুর ও মাদারিপুর- দুই জেলার মধ্যেই একটি আন্তর্জাতিক বিমান বন্দর করার প্রাথমিক পরিকল্পনাও রয়েছে সরকারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

Recent Comments