Home শীর্ষ খবর মুসলিমদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সমালোচনা ভারতের সুপ্রিম কোর্টের

মুসলিমদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সমালোচনা ভারতের সুপ্রিম কোর্টের

দখিনের সময় ডেস্ক:

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মার করা কটূক্তির প্রতিবাদ করে ভারতের বিভিন্ন এলাকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করা হয়। ভারতের উত্তরপ্রদেশেও এর প্রতিবাদে বিক্ষোভ করেন মুসলিমরা। তবে অনেক বিক্ষোভকারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। এবার এ বাড়ি গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ করল ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিজেপিশাসিত সরকারকে তলব করে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি বিক্রম নাথের অবকাশকালীন বেঞ্চ। আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে যোগী আদিত্যনাথের সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন তারা।

দেশটির সুপ্রিম কোর্ট আদেশে বলেছে, ‘দেশে যে আইনের শাসন রয়েছে, সে বিষয়ে নাগরিকদের মধ্যে একটি বোধ থাকতে হবে। কর্তৃপক্ষকে (উত্তরপ্রদেশ সরকার) ন্যায্য ভাবে আইনের পথ অনুসরণ করে পদক্ষেপ করতে হবে। হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না।’

সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুর, সহারনপুর এবং প্রয়াগরাজের একাধিক বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। যে বাড়িগুলো ভাঙা পড়েছে তাদের মালিক বা মালিকের পরিবারের কোনো না কোনো সদস্য নূপুর শর্মার করা কটূক্তির প্রতিবাদে বিক্ষোভকারী। তাই যোগী সরকার তাদের বাড়ি ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে।

এরপর বিক্ষোভের জেরে বাড়ি বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করে ইসলামী সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দ। গত মঙ্গলবার প্রধান বিচারপতি এ ভি রমণাকে লেখা চিঠিতে সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতি, বি সুদর্শন রেড্ডি, ভি গোপাল গৌড়া এবং এ কে গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিভিন্ন হাই কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ছয়জন আইনজীবী যোগী সরকারের বুলডোজার-নীতিতে রাশ টানার আবেদন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

নতুন নির্বাচন কমিশনের শপথ রোববার

দখিনের সময় ডেস্ক: নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার  শপথ নেবেন রোববার। এদিন বেলা দেড়টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান...

Recent Comments