Home শীর্ষ খবর সুশাসনের মাইল  ফলক, বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া

সুশাসনের মাইল  ফলক, বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া

দখিনের সময় ডেস্ক:

সুশাসনের দাবী করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এটি হচ্ছে একটি রাষ্টের অন্যতম প্রধান ভিত্তি। আর এ সুশাসন অনেকটা নির্ভর করে সরকারী কর্মকর্তা-কর্মচারিদের উপর। কিন্তু এখানেই রয়েছে নানান ধরণের অভিযোগ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দফায় সরকারী চাকরিজীবীদেরর বেতন বাড়ানো হয়েছে। কিন্তু এই বেতন ‍বৃদ্ধির সুফল কতটা পাওয়াগেছে তা প্রশ্নবিদ্ধ।

হয়তো  এ বাস্তবতায়ই  সোজা পথ ধরেছে সরকার। তা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা। অবশ্য এ বিধান আইনে আগে থেকেই আছে। কিন্তু প্রয়োগের বিষয়টি কাজীর গরু কেবল খাতায় থাকার মতো। হয়তো এবার এধারার অবসান হতে যাচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদে  জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাবের বিবরণ দেওয়া বাধ্যতামূলক করতে আচরণ বিধিমালা-১৯৭৯ হালনাগাদ করা হচ্ছে। প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরি আইন-২০১৮ এর আলোকে প্রস্তাবিত ‌‌‘খসড়া সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা, ২০২২’ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের লক্ষ্যে চলতি বছরের ১ মার্চ সার-সংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সম্পদের হিসাব বিবরণী দাখিল এবং নাগরিকত্ব গ্রহণ সংক্রান্ত বিষয়টি উক্ত আচরণ বিধিমালায় আগে থেকেই সংযোজিত রয়েছে।

প্রস্তাবিত খসড়া আচরণ বিধিমালায় তা যুগোপযোগীকরণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিধি অমান্যকরণে বিধিমালায় শাস্তির ব্যবস্থা উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments