Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি সবাই জানে ড্রাইভার, আসলে  সিরিয়াল রেপিস্ট

সবাই জানে ড্রাইভার, আসলে  সিরিয়াল রেপিস্ট

দখিনের সময় ডেস্ক:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে মো. শামিম মৃধা। সে রাজধানীর বাবু বাজার ও গাবতলী এলাকায় সিএনজি এবং প্রাইভেটকার চালক হিসেবে পরিচিত। কিন্তু আসলে সে একজন ‘সিরিয়াল রেপিস্ট’।

গ্রেপ্তার এড়াতে শামিম এক জায়গায় বেশিদিন অবস্থান করতো না। বিভিন্ন এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণসহ অন্যান্য অপরাধ করার পর আত্মগোপনে চলে যাওয়া ছিল তার কৌশল।  তার নামে বিভিন্ন থানায় ধর্ষণ, হত্যাচেষ্টা ও মাদকসহ ১০টির বেশি মামলা রয়েছে। ধর্ষণ ও অন্যান মামলায় বিভিন্ন মেয়াদে চার থেকে পাঁচবার কারাভোগ করা এই আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মো. শামিম মৃধা  বৃহস্পতিবার (১৬ জুন) রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১৭ জুন) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ঘটনার বিবরণে দিয়ে খন্দকার আল মঈন বলেন, শামিম ১৬ বছর বয়সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও মাদক কেনাবেচার মাধ্যমে অপরাধ জগতে জড়ান।তিনি ২০১৫ সালের ২৬ জানুয়ারি ভান্ডারিয়ার এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ধর্ষণের চেষ্টা করেন। ২০১৭ সালের ১ নভেম্বর একই এলাকার আরেক মাদরাসাছাত্রীকে রামদা দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর ২০২১ সালে ১০ অক্টোবর আরেক মাদরাসাছাত্রীকে যৌন নিপিড়ন করেন। এছাড়া, আরও কয়েকটি ধর্ষণকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

খন্দকার আল মঈন আরও বলেন, সর্বশেষ গত ১১ জুন ভান্ডারিয়ার ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে শামিম। ঘটনার পরপরই এই ‘সিরিয়াল রেপিস্ট’ ঢাকা এসে আত্মগোপনে করে। ভিকটিমরা এতদিন লোকলজ্জার ভয়ে কিছু না বললেও র‍্যাব তাকে ধরার পর অনেক তথ্য জানতে পেরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments