Home রাজনীতি বিএনপিকে কৌশলে নির্বাচনে আনার চেষ্ঠা করা হচ্ছে : আলাল

বিএনপিকে কৌশলে নির্বাচনে আনার চেষ্ঠা করা হচ্ছে : আলাল

দখিনের সময় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ বিদেশি প্রভুদের বলছে বিএনপি নির্বাচনে আসলে সব সমস্যা সমাধান হবে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে নাগরিক অধিকার ফোরামের  মানববন্ধনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়ার কাছে যান, তাকে মুক্তি দিন। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নির্বাচন কমিশন বাতিল করলে সমস্যার সমাধান হয়ে যাবে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আলাল বলেন,  সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা টাকার পরিমাণ এক বছরের ব্যবধানে প্রায় তিন হাজার কোটি টাকা বেড়েছে। এই টাকা কারা পাচার করেছে তা আমার আপনার বলার দরকার নাই। পরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন কারা টাকা পাচার করেছেন। দেশের সরকারি আমলা ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্তরাই এ টাকা পাচার করেছেন।

আওয়ামী লীগের তাসের ঘর ভেঙে পড়ছে মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল  বলেন,  আওয়ামী লীগের জনপ্রিয়তা হলো গণ বিরোধী কিছু পুলিশসহ কিছু কর্মকর্তা। আর বিএনপির জনপ্রিয়তা দেশের জনগণের দোয়া ও সমর্থন। শেখ হাসিনা আপনি গোপালগঞ্জকে পারলে রাজধানী বানান। সেই গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। আবার বগুড়ার আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ সবদিক থেকে আপনাদের তাসের ঘর ভেঙে পড়ছে।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,  এক পদ্মা সেতু নিয়ে যে মাতামাতি করছেন কত মানুষের যে ক্ষতি করেছেন তা কী জানেন? দিন এমন থাকবে না। সময় থাকতে পালিয়ে যান। সময় থাকতে মানুষের অধিকার ফিরিয়ে দেন। এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, কৃষক দলের এম জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments