Home শীর্ষ খবর দায়িত্ব পালনে কারো শৈথিল্য সহ্য করা হবে না: নদী  কমিশন চেয়ারম্যান

দায়িত্ব পালনে কারো শৈথিল্য সহ্য করা হবে না: নদী  কমিশন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমের জন্মদিন আগামী ১৭ মার্চের মধ্যে রাজধানীর চারদিকের নদীগুলো দুষনমৃক্ত করার প্রত্যয় পুঃন ব্যক্ত করেছেন জাতীয় নদী  রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।  এ জন্য এখনো ৯ মাস সময় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে দায়িত্ব পালনে কারো শৈথিল্য সহ্য করা হবে না।

আজ রোববার ঢাকায় সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত  ‘দূষণে বিপর্যস্ত ঢাকার নদ-নদী : সমস্যা ও সমাধান’ শীর্ষক  মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন নদী কমিশন চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, এমন ব্যবস্থা করতে হবে যাতে নদীতে ঝিনুক থাকে, গাংচিল ওড়ে, দেখা যায় মাছরাঙ্গা।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল, সেন্টার ফর গভর্ণেন্স স্টাডিজের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিল্লুর রহমান এবং জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-প্রধান (মরফোলজিস্ট) এম এম মহিউদ্দিন কবীর মাহিন। মুক্ত আলোচনায় অংশ নেন, মুকিত মজুমদার বাবু, আনসারুল করিম, মো: শরিফ উদ্দিন, ফজলে সানী, আবুল কালাম আজহাদ প্রমুখ।

নদী দুষণের ভয়াবহ চিত্র তুলে ধরে জাতীয় নদী  রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ঢাকার চার দিকের নদীর সঙ্গে ১১টি খাল মিলিত হয়েছে। এগুলো হচ্ছে নদী দুষনের প্রধান উৎস। নানান ধরনের বর্জের পাশাপাশি  নগরবাসীর মলমূত্রে নদী দুষনের ভয়াবহ চিত্র তুলে ধরেন কমিশন চেয়ারম্যান। এ সময় তিনি ওয়াসার বক্তব্য ও বাস্তবতার পার্থক্য তুলে ধরে বলেন, বর্জ ব্যবস্থাপনা  করা না গেলে নদী রক্ষা করা যাবে না।  এর সাথে প্রতিদিন  লক্ষাধিক লঞ্চযাত্রীর বর্জ সদরঘাটে বুড়িগঙ্গায় ফেলায় অন্তোষ প্রকাশ করেন ড. মনজুর আহমেদ চৌধুরী। অপর এক প্রসঙ্গে নদী কমিশন চেয়ারম্যান বলেন, নদীর দুরবস্থার কথা এখন আর কারো আজানা নয়। এ ব্যাপারে নেচেগেয়ে ঢোল বাজিয়ে মানুষকে সচেতন করার কিছু নেই। এখন নদীকে দুষণ মুক্ত করার বিষটি দৃশ্যমান করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল বলেন, নদী রক্ষার জন্য সিদ্ধান্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেয়া আছে। এই দায়িত্ব তাদের পালন করতে হবে। নদীর দুরবস্থার উদাহরণ দিতে গিয়ে  নরসিংদির একটি নদীর চিত্র তুলে ধরেন সচিব মোঃ মোস্তফা কামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments